টি-টোয়েন্টি অধিনায়কত্বের ভার তাঁর কাঁধে। দায়িত্বটা স্বাভাবিকভাবেই আগের চেয়ে বেড়েছে। কিন্তু লিটন দাস সেটা কতটা সামলাতে পারছেন? শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পেয়ে শূন্য রানে আউট হয়েছিলেন। পরের দুই ম্যাচে আর সুযোগই পাননি। এরপর নেতৃত্ব নিয়ে নামা প্রথম টি-টোয়েন্টিতেও ফ্লপ। ১১ বল খেলে ৬ রানে আউট।

এই সংস্করণে আগের দুই ম্যাচে ফিরেছেন ২২ ও ৬ রানে। দল ম্যাচ হারছে, অধিনায়কেরও ফর্ম নেই। স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে। এ অবস্থায় লিটনকে নিয়ে টিম ম্যানেজমেন্টের ভাবনা কী?

আরও পড়ুনওয়াসিম আকরামের রেকর্ডটি এখন ‘মানুষের আয়ে অবদান রাখা’ বুমরারও৭ ঘণ্টা আগে

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি সামনে রেখে আজ ডাম্বুলায় বাংলাদেশ দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রধান কোচ ফিল সিমন্স। অধিনায়কের ফর্ম নিয়ে জিজ্ঞেস করা হলে কোচ উত্তর দিয়েছেন এভাবে—‘আমার মনে হয় এখন তাঁর আত্মবিশ্বাস কম আছে। আমরা জানি সে কী করতে পারে। আমরা তাঁকে ওই জায়গায় ফিরিয়ে নিতে কঠোর পরিশ্রম করছি। আশা করি সে পরের ম্যাচে ওই জায়গাটায় যাবে, তাঁর সামর্থ্য দেখাবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাওয়ার প্লের ব্যাটিংয়ে ৫৪ রান করেছিল বাংলাদেশ। কিন্তু এমন ভালো শুরুর পরও শেষ পর্যন্ত ১৫৪ রানে থেমেছে দলের সংগ্রহ। অন্যদিকে রান তাড়ায় নেমে শ্রীলঙ্কা ৬ ওভারে ৮৩ রান তুলে। তবে ম্যাচ জিততে তাঁদের ১৯তম ওভার পর্যন্ত খেলতে হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ভালো করতে পারেননি লিটন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ