জাতীয় স্বাস্থ্য অলিম্পিয়াডে তৃতীয় পুরস্কার
Published: 13th, July 2025 GMT
এবারের ‘ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৫’-এ আরও একটি পুরস্কার এসেছে প্রথম আলোর স্বাস্থ্য অলিম্পিয়াড উদ্যোগের হাত ধরে। ‘বেস্ট ইউজ অব অ্যান ইভেন্ট টু বিল্ড এ নিউজ ব্র্যান্ড’ শ্রেণিতে জাতীয় স্বাস্থ্য অলিম্পিয়াড উদ্যোগের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছে প্রথম আলো। এই শ্রেণিতে প্রথম হয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্বিতীয় হয়েছে ভারতের হিন্দুস্তান টাইমস।
দেশব্যাপী স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ১২টি অঞ্চলের স্কুলশিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় ‘স্বাস্থ্য অলিম্পিয়াড’। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) পরিচালনায় প্রথম আলো স্কুলের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বিভিন্ন তথ্য ছড়িয়ে দিতে এবং যক্ষ্মারোগের বিস্তার রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউএসএআইডির সহায়তায় এ আয়োজন করা হয়। আয়োজনটিতে শিক্ষার্থীরা পরীক্ষা, দেয়ালিকা ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের, পরিবারের ও সমাজের মধ্যে যক্ষ্মা এবং সার্বিক স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দিয়েছে।
এ ছাড়া আয়োজনটিকে সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে আয়োজন করা হয় একটি অনলাইন কুইজ প্রতিযোগিতা। এ আয়োজনে অসংখ্য শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, যা আরও বড় পরিসরে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ব স থ য অল ম প য় ড প রথম
এছাড়াও পড়ুন:
নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি
আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।
ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি
জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।
ঢাকা/এমআর/রফিক