যুক্তরাষ্ট্র–ভারত শুল্ক চুক্তি কি অনিশ্চিত হয়ে পড়ছে
Published: 22nd, July 2025 GMT
যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপ করা পাল্টা শুল্ক কমাতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সময়সীমা শেষ হচ্ছে ১ আগস্ট। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। ভারত সরকারের দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
গত ২ এপ্রিল বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের পণ্যের ওপর আরোপ করা হয় অতিরিক্ত ২৬ শতাংশ শুল্ক। যদিও আলোচনার সুযোগ দিয়ে অন্যান্য দেশের মতো ভারতের ওপর আরোপ করা শুল্কও ১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। আর ভারতকে এখনো নতুন শুল্কের পরিমাণ জানিয়ে চিঠিও দেয়নি ট্রাম্প প্রশাসন।
শুল্কের পরিমাণ কমানোর জন্য ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে ভারতের প্রতিনিধিদল। সম্প্রতি কোনো অগ্রগতি ছাড়াই পঞ্চম দফা আলোচনা করে ভারতে ফিরে এসেছেন ওই দলের সদস্যরা। যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য শিগগিরই নয়াদিল্লি আসতে পারেন জানিয়ে একটি সূত্র বলেছে, ১ আগস্টের আগে একটি অন্তর্বর্তী চুক্তি কঠিন বলে মনে হচ্ছে।
বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় স্থবির হয়ে পড়ার কয়েকটি কারণ রয়েছে। ভারতের কৃষি ও দুগ্ধ খাত মার্কিনিদের জন্য উন্মুক্ত করে দিতে চায় না নয়াদিল্লি। অপরদিকে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর শুল্কছাড়ের যে দাবি ভারত তুলেছে, তা মানছে না যুক্তরাষ্ট্র। সূত্রের তথ্য অনুযায়ী, আপাতত অন্তর্বর্তী চুক্তি করে পরের ধাপে গিয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চায় নয়াদিল্লি।
ভারতের ফেডারেশন অব এক্সপোর্ট অর্গানাইজেশনের পরিচালক অজয় সাহানি বলেন, যুক্তরাষ্ট্রের ২৬ শতাংশ শুল্ক কার্যকর হলে রত্নপাথর ও অলংকারের মতো খাতগুলো সবচেয়ে বড় ধাক্কা খাবে। তবে এই সংকট সাময়িক হতে পারে। কারণ, দুই দেশই চুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে। আর যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, চুক্তি নিয়ে আলোচনার জন্য ১ আগস্টের পর কোনো দেশকে বাড়তি সময় দেওয়া হবে কি না, তা ট্রাম্পের ওপরই নির্ভর করছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র ১ আগস ট র জন য র ওপর
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে