উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ঘটেছে। নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, নারায়ণগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ চাষাড়ায় শ্রী শ্রী গোপাল জিউর মন্দির, চাষাড়ায় নারায়ণগঞ্জ জেলা হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে এ সভা পালন করা হয়।

উক্ত সভাতে, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ঘটে। নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। 

এ সভা সঞ্চালনা করেন জেলা ছাত্র মহাজোটের সভাপতি শ্রী সুজন চন্দ্র দাস।

সভায় উপস্থিত ছিলেন—জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জের আহ্বায়ক গৌরাঙ্গ চন্দ্র সাহা, সদস্য সচিব সম্ভুনাথ দে, এবং জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নারায়ণগঞ্জের সভাপতি শ্রী সুজন চন্দ্র দাস, সহ-সভাপতি শ্রী পরশ হাজরা ও শ্যামল দাস, সিনিয়র সহ-সভাপতি শ্রী রতন দাস, প্রচার সম্পাদক শ্রী সজীব চক্রবর্তী শান্ত, সহ-প্রচার সম্পাদক শ্রী রাম মোদক, সহ-সমাজ সেবা সম্পাদক শ্রী প্রীতম দাস, সদস্য শ্রী নীরব চক্রবর্তী ও শ্রী সৃজন দাস।

বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী সুজন চন্দ্র দাস ও প্রচার সম্পাদক শ্রী সজীব চক্রবর্তী শান্ত।

বক্তব্যে সভাপতি বলেন, “উত্তরার স্কুলে যেটা হয়েছে, সেটা খুবই দুঃখজনক, যা পুরো বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। আমরা ছাত্র মহাজোট পরিবার শোকাহত, এবং নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করি।”

এবং প্রচার সম্পাদক বলেন, “যে বাচ্চাদের তার বাবা-মা আগুনের সামনে যেতে বারণ করতো, সেই আগুনে আজ তাঁরা নিহত ও আহত। আমি এবং আমরা খুবই শোকাহত। নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করি।”

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সভাপতি অ্যাড.মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সহ-সভাপতি জাহিদুল হক দিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মো: তারিক বাবু,সহ-সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সহ-সভাপতি মজিবুর রহমান,যুগ্ম সম্পাদক সুলতানা আক্তার সহ সকল সদস্যবৃন্দ।সভায় বক্তারা (বাপা) নারায়ণগঞ্জের ভবিষ্যৎ কার্য পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পরিবেশ বান্ধব সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসক,নাসিক প্রশাসক ও সিভিল সার্জনের সাথে প্রাথমিক আলোচনার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া সভায় স্কুল-কলেজ, উপজেলা ও ওয়ার্ডগুলোতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র কমিটি সম্প্রসারন, ডেঙ্গু সচেতনতা,পরিবেশ রক্ষায় সচেতনতা,সংগঠনে তরুণ ও শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি সহ জেলার নানা সমস্যার বিষয়ে সদস্যদের মতামত গ্রহন করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • যে কারণে নারায়ণগঞ্জ-৪ খালি রাখলো বিএনপি
  • বিএনপি কৃষকদের ফারমার্স কার্ড দিবে : সাখাওয়াত
  • তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপির কৃষক সভা
  • ১১২ টাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে চাকরি পেলেন ১৪ জন
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি পুনর্বহাল
  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫