বিমান দুর্ঘটনা ঘিরে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান গণসংহতি আন্দোলনের
Published: 23rd, July 2025 GMT
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন। একই সঙ্গে মাইলস্টোনের শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
মঙ্গলবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে বলেন, সোমবার বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের মাইলস্টোন স্কুলে ধসে পড়ার ঘটনা একটি ভয়াবহ ট্র্যাজেডি। এই ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, এটা পুরো জাতির জন্য এক সংকটের মুহূর্ত। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যদি কারও অবহেলা বা দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া যায়, তাহলে অবিলম্বে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ ধরনের হৃদয়বিদারক পরিস্থিতি সামাল দিতে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ প্রয়োজন ছিল, তাতে ঘাটতি দেখা যাচ্ছে।
এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে সরকার যেভাবে সমন্বয়হীনতার পরিচয় দিয়েছে, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন। পাশাপাশি মিরপুরে যৌথ বাহিনীর উপস্থিতিতে একজনকে পেটানোর সিসিটিভি ফুটেজ নিয়েও উদ্বেগ জানিয়েছেন তাঁরা।
দলটির নেতারা বলেন, সরকারকে অবশ্যই পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সংযম ও দায়িত্বশীল আচরণ করতে হবে। শিক্ষার্থীদের ক্ষোভকে যথাযথভাবে মূল্যায়ন করে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে দলটির নেতারা বলেন, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে কেউ যাতে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে জন্য জনগণকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, এখন জরুরি মুহূর্তে সরকারের উচিত সর্বশক্তি নিয়োগ করে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো। সব রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনায় বসে এই সংকট মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নিতে হবে।
গণসংহতি আন্দোলন মনে করে, ‘এই সংকটময় মুহূর্তে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। ঐক্যবদ্ধ থাকলে আমরা যেকোনো সংকট কাটিয়ে উঠতে পারব।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সরক র
এছাড়াও পড়ুন:
দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।
গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।
ঢাকা/রেজাউল/রফিক