রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন। একই সঙ্গে মাইলস্টোনের শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে বলেন, সোমবার বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের মাইলস্টোন স্কুলে ধসে পড়ার ঘটনা একটি ভয়াবহ ট্র্যাজেডি। এই ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও তাঁদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন।

বিবৃতিতে বলা হয়, এটা পুরো জাতির জন্য এক সংকটের মুহূর্ত। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যদি কারও অবহেলা বা দায়িত্বহীনতার প্রমাণ পাওয়া যায়, তাহলে অবিলম্বে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ ধরনের হৃদয়বিদারক পরিস্থিতি সামাল দিতে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ প্রয়োজন ছিল, তাতে ঘাটতি দেখা যাচ্ছে।

এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে সরকার যেভাবে সমন্বয়হীনতার পরিচয় দিয়েছে, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন। পাশাপাশি মিরপুরে যৌথ বাহিনীর উপস্থিতিতে একজনকে পেটানোর সিসিটিভি ফুটেজ নিয়েও উদ্বেগ জানিয়েছেন তাঁরা।

দলটির নেতারা বলেন, সরকারকে অবশ্যই পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সংযম ও দায়িত্বশীল আচরণ করতে হবে। শিক্ষার্থীদের ক্ষোভকে যথাযথভাবে মূল্যায়ন করে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে দলটির নেতারা বলেন, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে কেউ যাতে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে জন্য জনগণকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এখন জরুরি মুহূর্তে সরকারের উচিত সর্বশক্তি নিয়োগ করে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো। সব রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের সঙ্গে আলোচনায় বসে এই সংকট মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নিতে হবে।

গণসংহতি আন্দোলন মনে করে, ‘এই সংকটময় মুহূর্তে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। ঐক্যবদ্ধ থাকলে আমরা যেকোনো সংকট কাটিয়ে উঠতে পারব।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

এনসিসি ব্যাংকের পর্ষদের সভা অনুষ্ঠিত

বেসরকারি খাতের এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে পর্ষদ সভাটি হয়।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো. মনিরুল আলম (কোম্পানি সচিব) ও মো. হাবিবুর রহমান এবং বোর্ড ডিভিশনের এসএভিপি মো. নজরুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।

এনসিসি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সভায় ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম ও কৌশলগত পরিকল্পনা–সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বিভিন্ন ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটি মুনাফা করেছে ১৭৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ২৭৫ কোটি টাকা। সেই হিসাবে চলতি বছরের প্রথম ৯ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা কমেছে ১০২ কোটি টাকা। সর্বশেষ গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকটি মুনাফা করে ৫৮ কোটি টাকা। গত বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা ২০১ কোটি টাকা।

সম্পর্কিত নিবন্ধ