২২ এবং ২৪ জুলাইয়ের স্থগিত এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া একই দিনে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) নেবে সরকার। তবে, স্থগিত পরীক্ষা কবে হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আরও পড়ুনবিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর৬ ঘণ্টা আগে

আজ শিক্ষা উপদেষ্টা বলেন, ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে নেওয়া হবে তা বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। ২২ জুলাইয়ের পরীক্ষা যেদিন হবে সেদিন সকালে হবে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা সেদিন বিকেলে হবে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ২২ ও ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

আরও পড়ুনজাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে তিনটি ডিপ্লোমা কোর্স, সম্পূর্ণ বিনা মূল্যে১ ঘণ্টা আগে

বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান গত সোমবার বেলা একটার কিছুক্ষণ পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক। মাইলস্টোনের ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়িছিল

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ইলস ট ন র পর ক ষ উপদ ষ ট ঘটন য়

এছাড়াও পড়ুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটি ইংরেজি প্রোগ্রাম, আবেদন শেষ ৪ আগস্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ অধীন ইংরেজি বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১১তম ব্যাচে দুটি ইংরেজি প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে।

দুটি ইংরেজি প্রোগ্রাম —

১. এক বছর মেয়াদি এমএ ইংলিশ (২ সেমিস্টার),

২. এক বছর মেয়াদি এমএ ইএলটি (২ সেমিস্টার)।

আবেদনের যোগ্যতা—

সরকার অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি এবং বেসরকারি কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্সসহ শিক্ষা পর্যায়ের সব ক্ষেত্রে ন্যূনতম নিচের পয়েন্ট থাকতে হবে।

১. এসএসসি/সমমান ৩.০০ (৫.০০ স্কেলে)/ দ্বিতীয় বিভাগ

২. এইচএসসি/সমমান ৩.০০ (৫.০০ স্কেলে)/ দ্বিতীয় বিভাগ

৩. বিগ অনার্স (ইংরেজি) ২.৫০ (৪.০০ স্কেলে)/তৃতীয় শ্রেণি

৪. যারা স্কুল-কলেজে শিক্ষকতা করছেন তাদের জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকার প্রয়োজন নেই (শুধুমাত্র রেজাল্টের ক্ষেত্রে) তবে তাদের নিজ প্রতিষ্ঠান হতে শিক্ষক হিসেবে কাজ করার প্রত্যয়নপত্র এবং অনুমতিপত্র সঙ্গে জমা দিতে হবে।

৫. ইংরেজিতে অনার্স বাধ্যতামূলক।

আরও পড়ুনঅষ্টম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা ফিরছে, আছে প্রশ্নও৫ ঘণ্টা আগেআবেদন ফি—

ইংরেজি বিভাগ থেকে সরাসরি সংগ্রহ করলে ৫০০ টাকা এবং অনলাইনে সংগ্রহ করলে ৫১০ টাকা প্রদান করতে হবে।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তির সময়ে যে সব কাগজ জমা দিতে হবে—

১. এসএসসি, এইচএসসি, বিএ (সম্মান) বা পাস কোর্স পাসের নম্বরপত্র, সনদপত্র এবং নিবন্ধনপত্র বা রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, জন্মনিবন্ধনের কপি,

৩. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র,

৪. সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি (দুই কপি ছবি আবেদন ফরমের সঙ্গে জমা দিতে হবে এবং একটি সফট কপি ছবি ভর্তির সময় দিতে হবে),

৫. জেনে রাখুন: ভর্তির সময় যাচাই করার জন্য অবশ্যই সব মূল কাগজ সঙ্গে আনতে হবে।

আরও পড়ুনজার্মানির ডাড স্কলারশিপে স্নাতকোত্তর, মাসে ৯৯২ ইউরোর সঙ্গে বিমান টিকিট-বাড়িভাড়াসহ নানা সুবিধা৮ ঘণ্টা আগেভর্তি পরীক্ষার মান বণ্টন—

ভর্তি পরীক্ষায় কম্পোজিশনে ২৫ এবং কম্প্রিহেনশনে ২৫ নম্বরসহ মোট ৫০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাস নম্বর ২০।

ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ—

১. আবেদনের শেষ তারিখ: ৪ আগস্ট ২০২৫,

২. ভর্তি পরীক্ষার তারিখ: ৯ আগস্ট ২০২৫,

৩. ভর্তি পরীক্ষার সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা,

৪. ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: ১১ আগস্ট ২০২৫,

৫. ভর্তির তারিখ: ১৩ থেকে ২৬ আগস্ট ২০২৫;

৬. ক্লাস শুরুর তারিখ: ২৯ আগস্ট ২০২৫।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: http://www.ru.ac.bd/notices বা www.ru.ac.bd/english

আরও পড়ুননটর ডেম–হলি ক্রস–সেন্ট যোসেফ ও সেন্ট গ্রেগরী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম ০৮ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • এইচএসসি পরীক্ষা: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রে ভালো করতে হলে
  • এইচএসসি পরীক্ষা: জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে বেশি নম্বর কীভাবে পাবে
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটি ইংরেজি প্রোগ্রাম, আবেদন শেষ ৪ আগস্ট
  • সাপে কাটা তরুণকে নেওয়া হয় দুই ওঝার বাড়ি, পরে হাসপাতালের পথে মৃত্যু