টাঙ্গাইলে পৃথক হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
Published: 23rd, July 2025 GMT
টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসী ফিরোজ আল মামুন হত্যা মামলা ও লালমনিহাটের আবু সামা হত্যা মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (২৩ জুলাই) বিকেলে র্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে মির্জাপুরের মুচিরচালা এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ আল মামুন হত্যা মামলায় জামিল ওরফে সোনা মিয়াকে গ্রেপ্তার করা হয়। একই রাতে কালিহাতীর মুন্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে লালমনিরহাটের হাতিবান্ধা থানার আবু সামা হত্যা মামলায় মো.
র্যাব কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন জানান, মির্জাপুরের তরফপুর গ্রামের ফিরোজ আল মামুন দীর্ঘদিন মালেশিয়ায় থাকার পর গত মার্চ মাসে দেশে চলে আসেন। গত সোমবার (২১ জুলাই) রাতে ফিরোজ আল মামুন (৪৬) তার মাসহ রাতে ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার (২২ জুলাই) ভোরে মির্জাপুরের তরফপুর মাটিয়াঘারা গ্রামের কৃষি জমি থেকে ফিরোজের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ভগ্নিপতি এবিএস ফরহাদ মোল্লা বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যা মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে সোনা মিয়াকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ুন:
নরসিংদীতে অস্ত্রসহ ১২ মামলার আসামি সোহেল গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়িতে অপহরণের পর হত্যা, গ্রেপ্তার ৩
অপর দিকে, গত ২৬ জুন আবু সামা জমি চাষ করার জন্য ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় হাসেম আলীর (৪২) জমির আইল ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে পরের দিন ২৭ জুন দুপুরে মামলার বাদী মো. রুবেল হোসেন বাদল (৪১), তার বাবা আবু সামা (৬০), বাদীর ছোট ছেলে স্থানীয় সানিয়াজান বাজার হতে বাড়ি ফেরার পথে হাসেম আলীর বাড়ির সামনে পৌঁছালে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে তাদের গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আবু সামাসহ আহতদের লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সামাকে মৃত ঘোষণা করে।
গত ২৭ জুন এ ঘটনায় নিহতের ছেলে মো. রুবেল হোসেন বাদল বাদী হয়ে লালমনিরহাটের হাতীবান্ধা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর টাঙ্গাইল র্যাব ক্যাম্পের সহযোগিতায় র্যাব-১৩ রংপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুলাই) মাঝ রাতে কালিহাতীর মুন্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আবু সামা হত্যা মামলার ৩নং আসামি মো. তুহিনকে (২০) গ্রেপ্তার করে।
র্যাব কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন জানান, গ্রেপ্তারের পর আসামিদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, সোনা মিয়াকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা/কাওছার/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য ফ র জ আল ম ম ন গ র প ত র কর ল লমন
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে