ভিড়ের মধ্যে মৃত্যুর সংখ্যা নিয়ে তর্ক
Published: 24th, July 2025 GMT
বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে দিনভর উৎসুক মানুষের ভিড় লেগে থাকে। গতকাল বুধবারও এর ব্যতিক্রম হয়নি। উৎসুক মানুষের মূল আলোচনা ছিল মৃত্যুর সংখ্যা নিয়ে। এ নিয়ে কয়েক দফা তর্কবিতর্কও হয়েছে। আবার ফেসবুকে ছড়িয়ে পড়া নানা ভিডিও নিয়েও কথা বলেছেন কেউ কেউ। এর কোনটি বানানো, কোনটি পুরোনো—এ নিয়েও তর্কবিতর্কে জড়িয়েছেন অনেকে।
তবে কমবেশি সবাই মুঠোফোনে ক্ষতিগ্রস্ত ভবনের (যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে) ছবি তুলেছেন, ভিডিও করেছেন। উৎসুক লোকজনকে স্কুলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। গণমাধ্যমকর্মীদের জন্যও স্কুলে প্রবেশের ক্ষেত্রে ছিল অলিখিত নিষেধাজ্ঞা। শুধু শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়।
স্কুলের সামনে উৎসুক মানুষের পাশাপাশি মাইলস্টোনের বেশ কিছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা গতকাল এসেছিলেন। তাঁদেরও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
তবে স্কুলের মূল ফটকের বাইরে কিংবা স্কুলসংলগ্ন দিয়াবাড়ি গোলচত্বর ও মেট্রোরেলের ডিপোর সামনে গতকাল ভিড় ছিল না। সেখানে সকাল নয়টার দিকে ১০ জনের মতো পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সকাল সাড়ে নয়টার দিকে স্কুলের মূল ফটকের সামনে কথা হয় এক শিক্ষার্থীর অভিভাবক কবির হোসেনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভেতরে ঢুকতে দিচ্ছে না; নিহত, আহত, চিকিৎসাধীন ও নিখোঁজ শিক্ষার্থীদের কোনো তালিকা স্কুল কর্তৃপক্ষ প্রকাশ করছে না। অথচ তাদের পক্ষেই নির্ভুলভাবে সেই তালিকা প্রকাশ করা সম্ভব।’
স্কুলের পূর্ব পাশের সীমানাদেয়ালের পাশে মানুষের ভিড় ছিল প্রায় সারা দিনই। কারণ, সেখান থেকে দোতলা যে ভবনে বিমান বিধ্বস্ত হয়েছে, সেই ভবন দেখা যায়। উদ্ধারকাজের কারণে ওই ভবনের দেয়ালের ভাঙা অংশ দিয়ে উঁকি দিচ্ছিলেন অনেকে।
গত সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের তৎপরতা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ম ন ব ধ বস ত র স মন উৎস ক
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড