কুষ্টিয়ার কুমারখালীতে প্রবাসী শরিফুল ইসলামের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে আতিয়ার রহমান বালিকা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শরিফুল ইসলাম ওই এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে। তিনি ১১ বছর হংকংয়ে ছিলেন এবং প্রায় এক বছর আগে দেশে ফেরেন। বর্তমানে তিনি বিদ্যালয়ের সামনে নিজস্ব তিনতলা ভবনে পরিবার নিয়ে বসবাস করছেন।

শরিফুল ইসলাম অভিযোগ করেন, দেশে ফেরার পর থেকে কয়েকজন চাঁদাবাজ তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছিল। দাবি পূরণ না করায় গতকাল বুধবার রাত ৯টার দিকে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত দেশি ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর বাড়ির তিনতলায় হানা দেয়। তারা প্রথমে তাঁকে মারধর করে, এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আসবাব ভাঙচুর করে। এ সময় ঘর থেকে প্রায় ১৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

শরিফুলের ভাষ্য, পুরো ঘটনা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ঘটে যায়। হামলাকারীদের অনেকের মুখ কাপড়ে ঢাকা ছিল, তবে কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন। মামলার সময় তাদের নাম উল্লেখ করবেন বলে জানিয়েছেন তিনি।

খবর পেয়ে কুমারখালী থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন খান ঘটনাস্থলে যান। তিনি বলেন, ঘরের ভেতরে ব্যাপক ভাঙচুরের চিহ্ন পাওয়া গেছে। ভুক্তভোগী প্রবাসী মৌখিকভাবে ভাঙচুর ও লুটের অভিযোগ জানিয়েছেন।  

থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, চাঁদা না পেয়ে এক প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ইসল ম প রব স

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ