ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসাসেবা দিতে চীন থেকে আসছে মেডিকেল টিম। 

বৃহস্পতিবার (২৪) সন্ধ্যায় ঢাকা পৌঁছাবে পাঁচ সদস্যের টিমটি।

ঢাকার চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে পাঁচজন দগ্ধ বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সের সমন্বয়ে গঠিত চীনা চিকৎসক টিম  বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।

আরো পড়ুন:

রাষ্ট্রীয় সম্মাননা পাবেন মাইলস্টোন স্কুলের নিহত দুই শিক্ষক

বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে ভারতীয় চিকিৎসক দল

এরপর তারা প্রয়োজনীয় সহায়তা এবং পরামর্শের জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবে।

চীনা দূতাবাস আরো জানিয়েছে, চীনা ও বাংলাদেশি চিকিৎসা বিশেষজ্ঞরা অগ্নিদগ্ধদের চিকিৎসার লক্ষ্যে ভিডিও পরামর্শ পরিচালনা করছেন।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশের অনুরোধে চীন জরুরিভাবে কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত হাসপাতাল থেকে বিশেষজ্ঞদের একটি দলকে বাংলাদেশের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে ভিডিও পরামর্শ পরিচালনা করার জন্য আয়োজন করে। 

সাম্প্রতিক সামরিক বিমান দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন রোগীর অবস্থা মূল্যায়ন এবং যৌথভাবে চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক নেফ্রোলজি এবং পেডিয়াট্রিক রেসপিরেটরি মেডিসিনের চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশি ডাক্তারদের সঙ্গে যোগ দেন।

এর আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পরিপ্রেক্ষিতে চিকিৎসাসেবা দিতে বুধবার ভারত ও সিঙ্গাপুর থেকে মেডিকেল টিম ঢাকায় এসেছে।

সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছেন। আহত হয়েছেন দেড় শতাধিক।

ঢাকা/হাসান/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম ইলস ট ন স ক ল

এছাড়াও পড়ুন:

বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু

২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।

প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।

১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।

১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।

২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে

সম্পর্কিত নিবন্ধ