বাংলাদেশের বিপক্ষে খেলে কী শিক্ষা পেল পাকিস্তান, বললেন কোচ
Published: 25th, July 2025 GMT
শেষ দিনের হাসিটা পাকিস্তানের—গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সালমান আগার দল স্বাগতিক বাংলাদেশ দলকে হারিয়েছে ৭৪ রানে। তাতে অবশ্য সিরিজ-ট্রফির পথ এদিক-ওদিক হয়নি। প্রথম দুই টি-টোয়েন্টি জিতে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছিলেন লিটন দাসরা।
ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন টি-টোয়েন্টির এই সিরিজের মাস দুয়েক আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেও সমানসংখ্যক ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ ও পাকিস্তান। সেবার ৩-০ ব্যবধানে জিতে ট্রফি হাতে তুলেছিলেন সালমানই। বাংলাদেশের বিপক্ষে দুই মাসের মধ্যে দুটি সিরিজ খেলার পর এ নিয়ে একটি মূল্যায়ন-বার্তা প্রকাশ করেছেন পাকিস্তান কোচ মাইক হেসন। জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে ছয় টি-টোয়েন্টি খেলে কী শিখল তাঁর দল।
মে মাসে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া হেসন এখন পর্যন্ত দুটি সিরিজে দায়িত্ব পালন করেছেন। আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুই সিরিজ নিয়ে নিজের ভাবনার শুরুতে লক্ষ্যের কথা তুলে ধরেন তিনি, ‘বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা অবস্থায় আমাদের খেলোয়াড়দের মধ্যে গভীরতা ও প্রতিযোগিতা তৈরি করতে হবে। পাশাপাশি এমন একটি ক্রিকেট স্টাইল খেলতে হবে, যা আমাদের সময়ের সঙ্গে সঙ্গে আরও ধারাবাহিকতা দিতে পারে, বিশেষ করে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে।’
মে-জুনে বাংলাদেশের বিপক্ষে লাহোরে খেলা তিন ম্যাচেই ভালো রান করেছিল পাকিস্তান। প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করে ২০১ ও ২০১, এরপর তৃতীয় ম্যাচে ১৯৬ রান তাড়ায় ১৬ বল হাতে রেখেই জিতেছিল সালমানের দল। বিপরীতে এবার মিরপুরে পাকিস্তান প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১১০, দ্বিতীয় ম্যাচে পরে ব্যাট করে ১২৫ রানে অলআউট হয়। হারে দুটি ম্যাচেই। তবে শেষ ম্যাচে আগে ব্যাটিং করে তোলে ৭ উইকেটে ১৭৮, জেতেও বড় ব্যবধানে।
ঢাকায় সিরিজের শেষ টি–টোয়েন্টিতে বাংলাদেশকে হারায় পাকিস্তান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫