রাজধানীতে দিনে-দুপুরে ছিনতাইকারীর ধারাল অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের গেটের সামনে শনিবার (২৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ফজলে রাব্বি সুমন (২৫)। তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া গ্রামে।

নিহতের বন্ধুরা জানান, দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের গেটে গেলে এক ছিনতাইকারী সুমনের মোবাইলফোন নিয়ে কাড়াকাড়ি করে। এ সময় সে মোবাইল সেট দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারী তার পায়ের উরুতে ধারাল অস্ত্র দিয়ে কোপ দিয়ে মোবাইল সেট নিয়ে চলে যায়। পরবর্তীতে সুমনের সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

গোপালগঞ্জে বাসচাপায় সাবেক ইউপি সদস্য নিহত

নাটোরের সড়কে ঝরল ইসলামী যুব আন্দোলনের নেতার প্রাণ

ফজলে রাব্বি সুমনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.

ফারুক বলেন,“মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল  মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

ঢাকা/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত ছ নত ই

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ