প্রথমবারের মতো হামাসকে নিন্দা জানাবে আরব দেশগুলো
Published: 27th, July 2025 GMT
আগামী সপ্তাহের শুরুতে নিউইয়র্কে জাতিসংঘের মন্ত্রী পর্যায়ের এক অনুষ্ঠানে আরব দেশগুলো প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি নিন্দা জানাবে। একইসঙ্গে তারা হামাসের নিরস্ত্রীকরণের আহ্বান জানাবে। শনিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
ফরাসি সাপ্তাহিক লে জার্নাল ডু ডিমানচে-এর সাথে একান্ত সাক্ষাৎকারে পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জিন-নোয়েল ব্যারোট জানিয়েছেন, এই পদক্ষেপ ফ্রান্স ও সৌদি আরবের মধ্যে দীর্ঘ পরিকল্পিত উদ্যোগের অংশ। আরো ইউরোপীয় দেশগুলোকে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিতে আকৃষ্ট করতেই এই পদক্ষেপ।
ব্যারোট বলেছেন, “প্রথমবারের মতো আরব দেশগুলো হামাসের নিন্দা জানাবে এবং তাদের নিরস্ত্রীকরণের আহ্বান জানাবে, যা তাদের চূড়ান্ত বিচ্ছিন্নতাকে সিলমোহর করবে। ইউরোপীয় দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তাদের অভিপ্রায় নিশ্চিত করবে। অর্ধেক ইউরোপীয় দেশ তা করেছে, অন্যরা তা বিবেচনা করছে।”
তিনি বলেন, “ব্রিটিশ প্রধানমন্ত্রী এটি করার ব্যাপারে তার অভিপ্রায় জানিয়েছেন। জার্মানি পরবর্তী পর্যায়ে এটি বিবেচনা করছে। আমরা নিউইয়র্কে একটি আবেদন শুরু করব যাতে আরো উচ্চাকাঙ্ক্ষী এবং দাবিদার প্রক্রিয়া শুরু করা যায় যা ২১ সেপ্টেম্বর শেষ হবে।”
ফরাসি মন্ত্রী জানিয়েছেন, আগামী সপ্তাহগুলোতে ইউরোপীয় কমিশন ইসরায়েলের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেবে এবং পশ্চিম তীরে যেকোনো নতুন বসতি প্রকল্প নির্মাণ বন্ধ করার ও মানবিক সহায়তা বিতরণের সামরিকীকরণ বন্ধ করার দাবি জানাবে।
বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছিলেন, ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে ফ্রান্স।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া
ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।
অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।
এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।
দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।
২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার