বিয়ের কয়েক ঘণ্টা পরই অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা অভিনেতার স্ত্রীর
Published: 27th, July 2025 GMT
জনপ্রিয় স্টাইলিস্ট জয় ক্রিজিলদাকে বিয়ে করেছেন তামিল সিনেমার অভিনেতা ও শেফ মধমপট্টি রঙ্গরাজ। বিয়ের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান অভিনেতার স্ত্রী জয়।
রবিবার (২৭ জুলাই) জয় তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, জয়কে সিঁদুর পরিয়ে দিচ্ছেন রঙ্গরাজ। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, “মিস্টার অ্যান্ড মিসেস রঙ্গরাজ।” হ্যাশ ট্যাগ দিয়ে লেখেন, “স্বামী-স্ত্রী।”
এ পোস্টের কয়েক ঘণ্টা পর আরেকটি ছবি পোস্ট করেন জয়। তাতে দেখা যায়, লাল রঙের শাড়িতে সেজেছেন জয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। দুজনের গলায় শোভা পাচ্ছে ফুলের মালা। এ ছবির ক্যাপশনে জয় লেখেন, “২০২৫ সালে বেবি আসছে। আমরা অন্তঃসত্ত্বা। ৬ মাসের গর্ভকাল চলছে।”
আরো পড়ুন:
আমাকে খারাপভাবে স্পর্শ করত, তিক্ত অভিজ্ঞতা নিয়ে জনি লিভারের কন্যা
দাম বাড়ালেন জাহ্নবী!
এ পোস্ট সামনে আসার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রঙ্গরাজ-জয়। অনেকে এ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ কেউ কড়া ভাষায় সমালোচনা করছেন।
মধমপট্টি রঙ্গরাজ প্রথম বিয়ে করেন শ্রুতি রঙ্গরাজকে। শ্রুতি শোবিজ অঙ্গনের কেউ নন, তিনি পেশায় একজন আইনজীবী। এ সংসারে তাদের দুটো পুত্রসন্তান রয়েছে। জয় ক্রিজিলদা বিয়ের ঘোষণা দেওয়ার পর সরব হয়েছেন শ্রুতি। তার দাবি—“আইনত আমরা এখনো বিবাহিত।”
তামিল ভাষার ‘মেহেন্দি সার্কাস’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন মধমপট্টি রঙ্গরাজ। অভিষেক সিনেমা দিয়েই প্রশংসা কুড়ান এই অভিনেতা। এরপর ‘পেঙ্গুইন’ সিনেমায় দেখা যায় তাকে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
সিএসই-৫০ সূচক সমন্বয়, কার্যকর ১১ নভেম্বর
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়।
সমন্বিত সূচকে তিনটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে তিনটি কোম্পানি। সমন্বয় পরবর্তী সূচক আগামী ১১ নভেম্বর থেকে কার্যকর হবে।
আরো পড়ুন:
ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে
কমোডিটি এক্সচেঞ্জ পরীক্ষামূলক চালু ডিসেম্বরে, নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষা
সোমবার (৩ নভেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য মতে, সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
আর ওই সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
উল্লেখ, সিএসই-৫০ ইনডেক্স এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৭২.৭৪ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭০.৯৮ ভাগ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ছয় মাসের (৩০ জুন, ২০২৫ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার ৪৯.১২ ভাগ।
ঢাকা/এনটি/মেহেদী