জনপ্রিয় স্টাইলিস্ট জয় ক্রিজিলদাকে বিয়ে করেছেন তামিল সিনেমার অভিনেতা ও শেফ মধমপট্টি রঙ্গরাজ। বিয়ের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান অভিনেতার স্ত্রী জয়।

রবিবার (২৭ জুলাই) জয় তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, জয়কে সিঁদুর পরিয়ে দিচ্ছেন রঙ্গরাজ। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, “মিস্টার অ্যান্ড মিসেস রঙ্গরাজ।” হ্যাশ ট্যাগ দিয়ে লেখেন, “স্বামী-স্ত্রী।” 

এ পোস্টের কয়েক ঘণ্টা পর আরেকটি ছবি পোস্ট করেন জয়। তাতে দেখা যায়, লাল রঙের শাড়িতে সেজেছেন জয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। দুজনের গলায় শোভা পাচ্ছে ফুলের মালা। এ ছবির ক্যাপশনে জয় লেখেন, “২০২৫ সালে বেবি আসছে। আমরা অন্তঃসত্ত্বা। ৬ মাসের গর্ভকাল চলছে।” 

আরো পড়ুন:

আমাকে খারাপভাবে স্পর্শ করত, তিক্ত অভিজ্ঞতা নিয়ে জনি লিভারের কন্যা

দাম বাড়ালেন জাহ্নবী!

এ পোস্ট সামনে আসার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রঙ্গরাজ-জয়। অনেকে এ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ কেউ কড়া ভাষায় সমালোচনা করছেন।    

মধমপট্টি রঙ্গরাজ প্রথম বিয়ে করেন শ্রুতি রঙ্গরাজকে। শ্রুতি শোবিজ অঙ্গনের কেউ নন, তিনি পেশায় একজন আইনজীবী। এ সংসারে তাদের দুটো পুত্রসন্তান রয়েছে। জয় ক্রিজিলদা বিয়ের ঘোষণা দেওয়ার পর সরব হয়েছেন শ্রুতি। তার দাবি—“আইনত আমরা এখনো বিবাহিত।”

তামিল ভাষার ‘মেহেন্দি সার্কাস’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন মধমপট্টি রঙ্গরাজ। অভিষেক সিনেমা দিয়েই প্রশংসা কুড়ান এই অভিনেতা। এরপর ‘পেঙ্গুইন’ সিনেমায় দেখা যায় তাকে। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ