বন্দরে আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য লিটন গ্রেপ্তার
Published: 27th, July 2025 GMT
বন্দরে লিটন (২৮) নামে এক আন্তঃজেলা সংঘবদ্ধ চোর ডাকাত চক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) ভোরে এলাকাবাসীর সহায়তায় বন্দর উপজেলার হালুয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত চোর লিটন বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়া এলাকার জাহের আলী ছেলে। তার বিরুদ্ধে ব্যাটারী চালিত অটো, অটোরিকশা ব্যাটারী চুরি , বাসাবাড়ি ও মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার গভীর রাতে বন্দর ও সোনারগাঁও উপজেলার সীমান্তবর্তী বিষ্ণপুরা এলাকার হানিফ মিয়ার অটো গ্যারেজ থেকে ১০টি ব্যাটারী চুরি করে প্রাইভেটকার তুলছিল। ওই সময় প্রাইভেটকার সহ তিন চোরকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয় লোকজন।
পরবর্তীতে রাজনৈতিক দলের নেতাদের ইশারায় চুরি ও ডাকাতি কাজে ব্যবহৃত প্রাইভেকার ও কাগজপত্র রেখে লিটন, স্বপন ও জাহিদ নামে তিন চোর পালিয়ে যায়। পরে লিটনকে ধাওয়া করে হালুয়াপাড়া এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো.
তার বিরুদ্ধে ব্যাটারী চালিত অটো চুরি, অটোরিকশা ব্যাটারী চুরি , বাসাবাড়িতে চুরি ডাকাতি ও মোটরসাইকেল চুরির অভিযোগ রয়েছে। রোববার দুপুরে গ্রেপ্তারকৃত লিটনকে একটি মোটরসাইকেল চুরির মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।
আরো পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”
শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।
ঢাকা/রাহাত/রাসেল