জাপানে ভিসেল কোবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩-১ গোলের দারুণ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ম্যাচটি ছিল শুধু একটি প্র্যাকটিস গেম নয়, এটা ছিল নতুন অধ্যায়ের শুরু। কারণ, এই ম্যাচেই বার্সার হয়ে প্রথমবার মাঠে নামলেন ইংল্যান্ড তারকা মার্কাস রাশফোর্ড। তবে আসল আলো কেড়ে নিলেন দুই তরুণ নতুন সাইনিং রুনি বারদগজি ও লা মাসিয়া একাডেমির উজ্জ্বল প্রতিভা পেদ্রো ফার্নান্দেজ।

প্রথমে এগিয়ে গিয়েছিল বার্সা। ডান দিক থেকে ভেসে আসা বলে ডিফেন্ডার এরিক গার্সিয়া গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু বিরতির ঠিক আগে গোলরক্ষক জোয়ান গার্সিয়ার প্রথমবারের সেভ ব্যর্থ করে ফিরতি বলে তাইসেই মিয়াশিরো গোল করে ভিসেল কোবেকে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধ ছিল বার্সার। রাশফোর্ড ও দানি ওলমো সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। তবে ম্যাচে রাশফোর্ডের প্রভাব স্পষ্ট। তার পাস থেকেই শুরু হয় দ্বিতীয় গোলের জাদু। রাশফোর্ড বল বাড়ান লেভানদোভস্কিকে, তিনিও সেটআপ করে দেন ১৯ বছরের বারদগজিকে। বাঁ পায়ের জাদুতে দূর থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান এই তরুণ।

আরো পড়ুন:

৩০ শতাংশ কম বেতনে স্বপ্নের ক্লাব বার্সায় রাশফোর্ড

ধুমধাম করে জন্মদিন উদযাপন করে তদন্তের মুখে ইয়ামাল

এরপর আসে আরেক তরুণের মাহেন্দ্রক্ষণ। ১৭ বছর বয়সী পেদ্রো ফার্নান্দেজ বল পেলেন বক্সের ভেতরে, এক পা স্থির রেখে অন্য পায়ে যেন বজ্রপাত! জোরালো শটে কোনাকুনি বল জড়িয়ে দিলেন প্রতিপক্ষের জালে। অভিষেক ম্যাচেই দুর্দান্ত গোল করে বার্সার সমর্থকদের মনে জায়গা করে নিলেন লা মাসিয়ার এই রত্ন।

এই গ্রীষ্মে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট না থাকায়, কোচ হানসি ফ্লিক পাচ্ছেন পুরো স্কোয়াড হাতে। প্রস্তুতি ম্যাচে তাই একাদশে একসাথে ১১টি পরিবর্তন এনে সবাইকে খেলিয়ে নিচ্ছেন, যেন পুরো দল ফর্মে ফিরে আসে।

এশিয়া সফরের পরবর্তী গন্তব্য দক্ষিণ কোরিয়া। সেখানে বৃহস্পতিবার এফসি সিওল এবং আগামী সোমবার দেগু’র বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। নতুন মুখ, নতুন পরিকল্পনা; সব মিলিয়ে নতুন মৌসুমের আগে স্বপ্ন বুনছে কাতালান ক্লাবটি।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
  • ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন নারী বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন
  • বিশ্বকাপ ফাইনালের প্রতি টিকিটের দাম দেড় লাখ টাকার বেশি
  • গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই