পরিবেশবান্ধব কারখানায় অরিক্স ডিটারজেন্ট উৎপাদন
Published: 27th, July 2025 GMT
অত্যাধুনিক ইউরোপীয় প্রযুক্তিতে স্থাপিত কারখানায় উৎপাদিত হচ্ছে ‘অরিক্স’ ব্র্যান্ডের ডিটারজেন্ট। মুন্সিগঞ্জের গজারিয়ায় পরিবেশবান্ধব এই কারখানা গড়ে তুলেছে রিমার্ক বাংলাদেশ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিমার্ক এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ডিটারজেন্ট কারখানাটি এরই মধ্যে পরিবেশ, শ্রম ও কর্মপরিবেশবান্ধব মডেল কারখানা হিসেবে স্বীকৃতি পেয়েছে। কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও শ্রমিকদের জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য এটি ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড–২০২৫’ লাভ করেছে।
রিমার্ক জানায়, কারখানাটিতে শুরু থেকেই আন্তর্জাতিক মানের ডিটারজেন্ট উৎপাদিত হচ্ছে। ফলে অরিক্স জনপ্রিয় হয়ে উঠছে।
রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল আম্বিয়া বলেন, ‘রিমার্ক শুরু থেকেই পরিবেশ ও শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও কর্মপরিবেশ নিয়ে বেশ সচেতনভাবেই কাজ করে আসছে। এ জন্য ইউরোপীয় প্রযুক্তির অত্যাধুনিক ভার্টিক্যাল ক্লোজ লুপ প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। এ কারখানার প্রতিটি মেশিন স্বয়ংক্রিয়ভাবে ডাস্ট কালেক্টরসহ ক্ষতিকর কেমিক্যাল অটোমেশনের মাধ্যমে শ্রমিকের হাতের স্পর্শ ছাড়াই ব্যবহৃত হচ্ছে। তা ছাড়া পিপিইসহ সুনির্দিষ্ট ব্যক্তিগত সুরক্ষা নিয়ম কঠোরভাবে মেনে চলার কারণে শ্রমিকেরা প্রায় শতভাগ ঝুঁকিমুক্ত পরিবেশে কাজ করে থাকেন। এরই স্বীকৃতি হিসেবে কসমেটিকস, স্কিনকেয়ার ও হোমকেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে চলতি বছর গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছি, যা আমাদের কর্মস্পৃহা বৃদ্ধি করেছে।’
রিমার্ক জানায়, প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির ডিটারজেন্ট কারখানার বর্জ্য–পদার্থ পরিবেশে মিশে পানি ও মাটিকে দূষিত করে। কারখানার আশপাশে থাকা জলাশয় ও মাটির দূষণ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডিটারজেন্ট তৈরিতে দাহ্য পদার্থ ব্যবহার করা হয়, যা থেকে আগুন লাগার বা বিস্ফোরণের ঝুঁকি থাকে। শুধু তা–ই নয়, ডিটারজেন্ট কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি থেকে উচ্চ শব্দ হয়, যা শ্রমিকদের শ্রবণশক্তি হ্রাস করতে পারে। তবে অরিক্সের এই ফ্যাক্টরি এসব সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ব শ অর ক স উৎপ দ
এছাড়াও পড়ুন:
সেই আছিয়ার পরিবারকে গরু ও ঘর দিল জামায়াত
মাগুরায় যৌন নিপীড়নের শিকার হয়ে মারা যাওয়া আলোচিত শিশু আছিয়ার পরিবারকে দুটি গরু ও একটি গোয়ালঘর উপহার দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে এ উপহার দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কুষ্টিয়া ও যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
এ সময় জেলা জামায়াতের আমির এম বি বাকের, সাবেক আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ স্থানীয় এবং জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
শিশু ছাত্রীকে যৌন নির্যাতন, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা
অপারেশনের পর শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা
গত ১৫ মার্চ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আছিয়ার বাড়িতে যান। তিনি শিশুটির মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার চান। সে সময় আছিয়ার পরিবারকে স্বাবলম্বী করতে একটি গোয়াল ঘর এবং দুটি গরু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জামায়াতের আমির।
আট বয়সী আছিয়া মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে। গত ৬ মার্চ অচেতন অবস্থায় মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে মাগুরা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে থেকে সেদিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। দুই দিন পর ৮ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। ১৩ মার্চ বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আছিয়ার।
ঢাকা/শাহীন/রফিক