তিন ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে নোয়াখালীর মাইজদীর অধিকাংশ সড়ক
Published: 28th, July 2025 GMT
তিন ঘণ্টার বৃষ্টিতে নোয়াখালী জেলা শহর মাইজদীতে আবার জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ডুবে গেছে শহরের অনেক সড়ক। পানি জমেছে বাসাবাড়ির আঙিনায়ও। এতে নতুন করে ভোগান্তিতে পড়েছেন শহরের বাসিন্দারা।
জেলা আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সোমবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৩ ঘণ্টায় মাইজদীতে ৫৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উপকূলীয় এলাকায় মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আজ বিকেল চারটায় জেলা শহর মাইজদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শহরের লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর, আদালত সড়ক, হাকিম কোয়ার্টার সড়ক, জেলা শিল্পকলা একাডেমি সড়ক ও সরকারি মহিলা কলেজ সড়ক বৃষ্টির পানিতে ডুবে গেছে। জেলা জজ আদালত ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের প্রাঙ্গণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আদালত প্রাঙ্গণে অল্প বৃষ্টিতে পানি জমে যাওয়ায় বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হন।
সরু নালার কারণে বৃষ্টির পানি সরতে পারছে না বলে অনেক বাসিন্দা অভিযোগ করেন। লক্ষ্মীনারায়ণপুর এলাকার জোবায়ের হোসেন প্রথম আলোকে বলেন, ওই এলাকায় যে কটি নালা রয়েছে, প্রতিটি সরু। নামমাত্র নালা করা হয়েছে। নালা দিয়ে পানি প্রবাহিত হয় না। একটু বেশি বৃষ্টি হলেই নালার ময়লা পানি উপচে আশপাশের সড়কে ও বাসাবাড়ির আঙিনায় ঢুকে পড়ে। বর্ষা শুরুর পর থেকেই নালার পানি মাড়িয়ে হাঁটতে হচ্ছে।
এদিকে শহরের টাউন হল মোড়সংলগ্ন সরকারি আবাসিক এলাকায় চলাচলের সড়কটি তিন সপ্তাহের বেশি সময় ধরে ডুবে আছে। সড়কের দুই পাশের নালা উঁচু হওয়ায় সড়কটিতে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। এতে সড়কের দুই পাশের প্রায় ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবসায়ী, একটি জামে মসজিদের মুসল্লি প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
ব্যবসায়ী আলমগীর হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সড়ক দিয়ে আবাসিক এলাকায় বসবাসকারী সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য, শহরের কৃষ্ণরামপুর এলাকাসহ অন্যান্য এলাকার মানুষজন চলাচল করেন। এ রকম একটি গুরুত্বপূর্ণ সড়ক বছরের পর বছর সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকা খুবই দুঃখজনক। অল্প বৃষ্টিতে সড়কে পানি জমে থাকার কারণে দোকানে ক্রেতারাও আসতে পারেন না।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, পানি নিষ্কাশনের নালাগুলোতে পানির প্রবাহ ঠিক নেই। এ কারণে অল্প বৃষ্টিতেই নালাগুলো উপচে আশপাশের এলাকায় জলাবদ্ধতা তৈরি করে। তবে জেলার জলাবদ্ধতা দূর করতে এক যোগে নয়টি উপজেলায় খাল পরিষ্কার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অল প ব ষ ট ত এল ক য় ম ইজদ শহর র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫