ওল্ড ট্রাফোর্ডে পাকিস্তানি জার্সি পরা নিয়ে বিতর্ক, তদন্তে ল্যাঙ্কাশায়ার
Published: 28th, July 2025 GMT
ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল ভারত ও ইংল্যান্ডের মধ্যে ড্র হওয়া চতুর্থ টেস্টে পাকিস্তানের জার্সি পরে গ্যালারিতে এসেছিলেন এক সমর্থক। মাঠের নিরাপত্তাকর্মী তাঁকে জার্সিটি ঢেকে ফেলতে বলেন। এ ঘটনার তদন্তে নেমেছে ল্যাঙ্কাশায়ার। কাউন্টি দলটির ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ড।
পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, সেই দর্শকের নাম ফারুক নজর। জার্সি ঢেকে ফেলার নির্দেশ পাওয়ার প্রমাণ রাখতে তিনি এই ঘটনার ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরুতে মাঠের নিরাপত্তারক্ষীদের এক সদস্য এসে ফারুককে জার্সি ঢেকে রাখার অনুরোধ করেন। এ সময় ফারুকের গায়ে ছিল সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানের সবুজ রঙিন জার্সি।
আরও পড়ুনস্টোকসের ‘হ্যান্ডশেকের’ প্রস্তাবে কেন রাজি হয়নি ভারত৯ ঘণ্টা আগেইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সেই নিরাপত্তারক্ষী নিজেকে ল্যাঙ্কাশায়ারের হয়ে কাজ করেন বলে পরিচয় দিয়েছেন। তিনি ফারুকের কাছে গিয়ে বলেছেন, ‘আমাকে কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে, আপনি যদি ওই শার্টটা ঢেকে রাখতে পারেন, ভালো হয়। পরে আরেকজন স্টুয়ার্ড এসে বলেন, জার্সিটা “জাতীয়তাবাদী” হিসেবে বিবেচিত হতে পারে।’
ভিডিওতে দেখা যায়, বারবার অনুরোধে বিরক্ত ও উত্তেজিত হয়ে পড়েন ফারুক। একপর্যায়ে একজন পুলিশ কর্মকর্তা এসে তাঁকে আলাদা জায়গায় গিয়ে কথা বলতে বলেন। পরবর্তী সময়ে সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ফারুক জার্সি ঢাকার পরিবর্তে স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কে কয়েক বছর ধরেই উত্তেজনা বিরাজ করছে। চলতি বছর মে মাসে দুই দেশের সীমান্তে একটি সামরিক সংঘাতের পর সেই উত্তেজনা আরও তীব্র হয়। এই টানাপোড়েনের ছায়া পড়েছে দুই দেশের ক্রিকেট সম্পর্কেও।
আরও পড়ুনগিল-সুন্দর-জাদেজার সেঞ্চুরিতে ভারতের জয়ের সমান এক ড্র২২ ঘণ্টা আগে২০১২–১৩ সালের পর আর কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। টেস্ট ক্রিকেটে মুখোমুখি হওয়ার ঘটনা আরও পুরোনো—২০০৭–০৮ মৌসুমে। এমনকি আইসিসি টুর্নামেন্টে অংশ নেওয়ার সময় একে অন্যের দেশে গিয়ে খেলাতেও তৈরি হয় জটিলতা। ফলে সম্প্রতি দুই দলের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হচ্ছে ‘হাইব্রিড মডেল’-এর অংশ হিসেবে।
ওল্ড ট্রাফোর্ডে ভারত–ইংল্যান্ড টেস্ট ড্র হয়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস শনাক্তকরণ কর্মসুচি
ছবি: সংগৃহীত