নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, আপনারা কি আওয়ামী লীগের ফ্যাসিবাদী দলকে পূর্ণবাসন করতে চান। আর যদি আপনারা না চান তাহলে মনে রাখবেন শপথ করে আপনারা একসাথে এক হয়ে কাজ করবেন। আওয়ামী লীগের দোসররা যাতে মাথাচারা দিয়ে করতে না পারে। তিনি যদি আমার জন্মদাতা পিতাও হয় আওয়ামী লীগের তার সাথেও কোন আপোস চলবে না। 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্গত বন্দর থানা বিএনপির আওতাধীন ২৫নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন । সোমবার (২৮ জুলাই) বিকেল চারটায় লক্ষণখোলা স্ট্যান্ড সংলগ্ন নূর কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা যদি আপনাদের সাথে একত্রিত হয়ে কাজ করতে চায়, আপনারা কি মেনে নিবেন। কারণ তারা ওসমান পরিবারের দালাল। ওসমান পরিবারের সাথে এক হয়ে স্টেজে উঠে বক্তব্য দিয়েছে।

যারা চেয়েছিল ১৬টি বছরে বিএনপির নাম নিশানা মুছে দিতে। তাদের সাথে কি আপনারা আপোস করে রাজনীতি করতে চান। আর যদি না চান তাহলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আপনারা ভোটের ময়দানে এক হয়ে কাজ করবেন।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদের দোসরা আপনাদের যদি কোন ব্যবসা-বাণিজ্যর লোভ লালসা দেখায় আপনারা কি তাদের চেয়ারে বসতে দিবেন। আর যদি বসতে দেন তাহলে আপনাদের ছুরি আঘাত করবে।  

তারপরও কি আপনারা সদস্য নবায়ন ফরম করে দিতে চান, আর যদি না চান ২৫ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে বিশ্বাসী, তারা ওই ফ্যাসিবাদের দালালদেরকে রুখে দিবেন।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক কামরুল হাসান চুন্নু সাউদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.

সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন আহমেদ।

এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ২৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন নসু, যুগ্ম সাধারণ সম্পাদক রাহিম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান টিলু, সহ- সাংগঠনিক ফজলুল হক ফজু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান মাসুদ, ২৫নং ওয়ার্ড যুবদল নেতা আব্দুর রহমান প্রমুখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ ব এনপ র স র সদস য রহম ন আপন র আওয় ম

এছাড়াও পড়ুন:

জুলাইয়ে দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে বৈষম্যহীন দেশ গড়ব : ডিসি  

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের সেই জুলাইয়ের যাত্রায় যে রক্ত ঝরে ছিল এবং আহত হয়েছিল তাদের যে আত্মত্যাগ ছিল, সেগুলো যেন ভুলে না যাই।

এবং তাদের মধ্যে যে দেশ প্রেম ছিল। সেই দেশপ্রেমে যেন আমরা অনুপ্রাণিত হয়ে একটি বৈষম্যহীন দেশ ও সমাজ গড়ার স্বপ্ন দেখি। আর সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি।

শনিবার (২৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠন” এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। 

তিনি আরও বলেন, আমরা যদি বৈষম্যহীন সমাজ বাস্তবায়ন করতে পারি তাহলে এই মাস ব্যাপী পুনর্জাগরণ সফল হবে। এবং জুলাই গণঅভ্যুত্থানে যাদের রক্ত ঝরেছে, সেই রক্তের প্রতিদান পরিষোধ হবে। পাশাপাশি আহতদের যে বেদনা, সেটি একটি নিরাপদ স্থান পাবে, একটি সুন্দর সমাজ গঠনের মাধ্যমে।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “লাখো কন্ঠে শপথ পাঠ” অনুষ্ঠানে  সকাল ১০ টায় সারাদেশের সঙ্গে ভার্চুয়ালের মাধ্যমে যুক্ত হয়ে সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ শপথ পড়ান।

এসময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে মহানগরীর সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার আহ্বায়ক নিরব রায়হান, মহানগরের আহ্বায়ক মাহফুজ খান, জেলার সদস্য সচিব জাবেদ আলম প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে বৃদ্ধকে গুলি করে কুপিয়ে জখম 
  • নমিনেশন পাবেন মাঠের লোক, মধুখোর শিল্পপতিরা নয় : সাখাওয়াত 
  • বন্দর ২৫নং ওয়ার্ড বিএনপি'র প্রাথমিক সদস্য ফরম বিতরণ 
  • নারায়ণগঞ্জে স্ত্রী ও শাশুড়ি হত্যার মামলায় যুবকের মৃত্যুদণ্ড
  • মামা পাল্টিয়েও রক্ষা পেলনা চাঁদাবাজ সাগর
  • সোনারগাঁয়ে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা, জামাতার মৃত্যুদণ্ড
  • বন্দর ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ 
  • গ্রুপিং থাকতে পারে, ত্যাগী নেতাকর্মীরা যেন অবহেলিত না হয় : সাখাওয়াত
  • জুলাইয়ে দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে বৈষম্যহীন দেশ গড়ব : ডিসি