‘শাকিব খান ফিডার খায় না, বুবলী তাকে তাবিজ করে নাই’
Published: 29th, July 2025 GMT
শোবিজ অঙ্গনের তারকারা সাক্ষাৎকার দিতে গেলে কোনো না কোনোভাবে শাকিব খান প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা প্রত্যেকেই শাকিব, অপু আর বুবলীর ত্রিমুখী সম্পর্ককে নিজেদের মতো করে ব্যাখ্যা দেন।
সম্প্রতি নতুন অভিনেত্রী প্রিয়াঙ্কা এই ত্রয়ীকে নিয়ে একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘‘শাকিব খান ফিডার খায় না, সে একটা ছোট বাচ্চা না। পুরো ইন্ডাস্ট্রি কাঁপাইতেছে তুফান, বরবাদ, প্রিয়তমা দিয়ে সেই মানুষটাকে বুবলীর মতো একটা নোয়াখালির মেয়ে এসে ধুম করে টেনে নিয়ে যাবে, সে কি তাবিজ করছে? এটা খুবই হাস্যকর একটা বিষয়। ভালোবাসা হইছে, প্রেম হইছে, হয়ে গেছে। বাচ্চাতো আর এমনি এমনি উপর থেকে টুপ করে পড়ে নাই। ’’
প্রিয়াঙ্কার মতে অপু বিশ্বাসের কারণে শান্তিতে নেই বুবলী। তিনি বলেন, ‘‘ওই মহিলা (অপু বিশ্বাস) সব সময় ভেজাল করে, শান্তিতে সংসারটাও করতে দেবে না বুবলীকে। যদি আপনার লাইফে কেউ থাকে, পরে যদি কেউ আসে তাহলে আগের মানুষটার আর কোনো ভ্যালু থাকে না। আগের মানুষটা যদি খুব গুরুত্বপূর্ণ হতো তাহলে পরের মানুষটা আসার কথাই না। সো, পরের মানুষটাকে আমি এই হিসেবেই রাখবো।’’
আরো পড়ুন:
ঘরে বসেই দেখা যাবে শাকিব খানের ‘তাণ্ডব’
শেহজাদের সঙ্গে বিদেশে ছুটি কাটাবেন শাকিব, থাকবেন বুবলীও
প্রিয়াঙ্কার ব্যখ্যা, ‘‘আমার লাইফে যদি সেকেন্ড কোনো মানুষ আসে, তাহলে বুঝতে হবে আমি প্রথম মানুষটাকে ভালোই বাসিনি। খুব সিম্পল একটা ব্যাপার। এরপরেও প্রথম মানুষটা যদি এমন লাফ-ঝাঁপ করে তাহলে প্রথম মানুষটার কোনো আত্মসম্মান বোধ নাই বলে আমি মনে করি। ’’
উল্লেখ্য, শাকিব-অপুর সম্পর্কের তিক্ততা যে একটু একটু করে অনেক খানি কেটে গেছে তা এখন আর নেটিজেনদের অজানা নয়। শাকিব-অপু আর জয় একই ফ্রেমে দেখা দিয়েছেন, তাদেরকে একই সঙ্গে ঘুরতেও দেখা গেছে। অন্যদিকে কিছুদিনের মধ্যেই বুবলী আর বীর আমেরিকায় শাকিব খানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, সে খবরও কারও অজানা নয়।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫