ঢাকার ধামরাইয়ে অস্ত্রসহ সেলিম (৪৩) নামে এক ডাকাতি মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৯ ‍জুলাই) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৪ সিপিসি-২ এর কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।

সোমবার (২৮ ‍জুলাই) রাতে উপজেলার সুয়াপুর ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সেলিম ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের কুটিরচর এলাকার বাসিন্দা। 

আরো পড়ুন:

ভুয়া র‍্যাবকে ধাওয়া দেয় আসল র‍্যাব, দুই পক্ষকেই গণপিটুনি 

কক্সবাজারে গ্রেনেড-অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক

র‍্যাব জানায়, গত ২১ জুলাই রাতে ধামরাইয়ের পাকিস্তান বাজারে ডাকাতির সময় ৮ ডাকাত গ্রেপ্তার হয়। এসময় কয়েকজন পালিয়ে যান। গ্রেপ্তার ডাকাতরা তাদের কয়েকজনের নাম জানায়। তারা তাদের নেতা সেলিমের নামও প্রকাশ করে। পরে ধামরাই থানায় মামলা হয়। তথ্য অনুযায়ী অবস্থান শনাক্ত করে সেলিমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি রামদা, একটি হাসুয়া, একটি ছুরি, একটি দা, একটি খুর ও ডাকাতিতে ব্যবহারের এক সেট পোশাক উদ্ধার করা হয়।

মেজর জালিস মাহমুদ খান বলেন, “গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ডাকাতি প্রতিরোধে র‍্যাবের অভিযান চলমান থাকবে।” 

ঢাকা/সাব্বির/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আজ প্রথম প্রেম দিবস

বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি।

প্রথম প্রেম মানুষ ভোলে না কেন? 
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময়  শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি। 

আরো পড়ুন:

আজ বিশ্ব বাঁশ দিবস

কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস 

ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না। 

আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!

ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ