শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তুতিতে ট্রাম্পের ভূমিকায় অভিনয়ও করেন দক্ষিণ কোরিয়ার মন্ত্রীরা
Published: 1st, August 2025 GMT
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি বাণিজ্য চুক্তি হয়েছে। সে অনুযায়ী দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। এই চুক্তির আগে আলোচনার জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি সিউলের প্রতিনিধিদলকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিতে তাঁর ভূমিকায় অভিনয়ও করেছেন তাঁরা।
ট্রাম্প কী করতে চাচ্ছেন বা যাচ্ছেন, সে সম্পর্কে আগেভাগে অনুমান করা কঠিন। এমন একজন নেতার সঙ্গে আলোচনা কীভাবে চালিয়ে নেওয়া যায়, সে সম্পর্কে পরামর্শও নিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সদস্য হিসেবে থাকা মন্ত্রীরা। সে পরামর্শগুলো কী ছিল, তা বুধবার বাণিজ্য চুক্তি ঘোষণার পর সাংবাদিকদের জানিয়েছেন দেশটির শিল্পমন্ত্রী কিম জুং–কওয়ান।
ওয়াশিংটনে এই মন্ত্রী বলেন, তাঁরা যেসব উপদেশ পেয়েছিলেন, সেগুলোর মধ্যে ছিল ট্রাম্পকে ‘মহান ব্যক্তি’ বলে প্রশংসা করতে হবে এবং যতটা সম্ভব সহজ ভাষায় কথা বলতে হবে। আলোচক দলে অন্যদের মধ্যে ছিলেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী কু ইউন-চেওল ও বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু। তাঁরাসহ দলের সবাই আলোচনার প্রস্তুতির জন্য ট্রাম্পের ভূমিকায় অভিনয় করে নিয়েছিলেন।
ট্রাম্পকে দর-কষাকষির ওস্তাদ বলে সম্বোধন করেছেন শিল্পমন্ত্রী কিম। আলোচনার আগে প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, প্রস্তুতির জন্য অভিনয়ের সময় তাঁরা ট্রাম্পের মতো করে কথা বলার চেষ্টা করেছেন। কারণ, তাঁর কথা বলার ধরন খুব চাঁছাছোলা এবং সরাসরি। বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব তাঁরা কীভাবে দেবেন, সে জন্য নানা রকম পরিস্থিতির প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।
সাংবাদিকদের অর্থমন্ত্রী কু ইউন-চেওল জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখার পরই তাঁরা ট্রাম্পের সঙ্গে নিজেদের বৈঠকের বিষয়ে নিশ্চিত হতে পেরেছিলেন। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে তাঁদের প্রায় আধা ঘণ্টা বৈঠক হয়েছে। দুই পক্ষের মধ্যে মূলত বিনিয়োগ তহবিলের পরিমাণ নিয়েই আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত তা ৩৫ হাজার কোটি ডলার (৩৫০ বিলিয়ন) চূড়ান্ত হয়েছে।
কু ইউন-চেওল বলেন, ‘অপর পক্ষের (মার্কিন আলোচকদের) ব্যবহার করা অনেক ধরনের কৌশল আমরা আগেভাগেই বিশ্লেষণ করে দেখেছিলাম এবং কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, তা নিয়ে অনেক চিন্তাভাবনা করেছিলাম। ফলে আমাদের আলোচনা বেশ সাবলীলভাবেই হয়েছে।’
বাণিজ্য চুক্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার ঝুঁকিটা ছিল অনেক বেশি। কারণ, দেশটির অর্থনীতি অনেক বেশি রপ্তানিনির্ভর। অন্যদিকে সবে গত জুনে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লি জে মিয়ং। তা ছাড়া কিম জং-কওয়ানসহ আলোচক দলের অন্য সদস্যরা মাত্র কয়েক সপ্তাহ আগে দায়িত্ব নিয়েছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র প রস ত ত
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা