কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট-সেবা দিয়ে থাকে ইলন মাস্কের স্টারলিংক। মে মাস থেকে বাংলাদেশেও স্টারলিংকের দ্রুতগতির ইন্টারনেট-সেবার কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত রিসেলার হিসেবে কাজ করছে কম্পিউটার ও প্রযুক্তিপণ্যের বিক্রেতা প্রতিষ্ঠান রায়ানস। গত বুধবার থেকে আগাম ফরমাশ দেওয়া স্টারলিংক কিটসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ আনুষ্ঠানিকভাবে ক্রেতাদের সরবরাহ শুরু করেছে প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রায়ানস।

আরও পড়ুনস্টারলিংক সংযোগ পেতে অর্ডার করবেন যেভাবে২০ মে ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগাম ফরমাশ দেওয়া পণ্য সংগ্রহের পাশাপাশি বর্তমানে স্টারলিংক কিটসহ প্রয়োজনীয় সব যন্ত্রাংশ সরাসরি কেনা যাচ্ছে রায়নসে। স্টারলিংক কিট বিক্রির পাশাপাশি স্টারলিংক সেটআপ, সমস্যা সমাধান এবং গ্রাহক সেবাও দিচ্ছে প্রতিষ্ঠানটি। ফলে ক্রেতারা স্টারলিংক কিট কেনার পর স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। বিস্তারিত জানা যাবে এই ঠিকানা থেকে।

আরও পড়ুনস্টারলিংক কেমন চলছে বাংলাদেশে, ব্যবহারকারীরা কী বলছেন১১ জুন ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ প্রথম প্রেম দিবস

বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি।

প্রথম প্রেম মানুষ ভোলে না কেন? 
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময়  শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি। 

আরো পড়ুন:

আজ বিশ্ব বাঁশ দিবস

কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস 

ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না। 

আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!

ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ