নাটোর চিনিকলে শনিবার (২ আগস্ট) মধ্যরাতে দুর্ঘর্ষ ডাকাতি হয়েছে। নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে মালামাল লুট করেছে ডাকাতরা।
কাতরা কী পরিমাণ মালামাল লুট করেছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান বলেছেন, শনিবার রাতে নাটোর চিনিকলের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের বেঁধে রেখে মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। কী পরিমাণ মালামাল লুট হয়েছে, তা নির্ণয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর সঠিক হিসাব দিতে পারব।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানিয়েছেন, চিনিকলে ডাকাতির বিষয়ে জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। এ কাজে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ঢাকা/আরিফুল/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ন ট র চ ন কল তদন ত
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫