জামায়াত আমীরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান
Published: 3rd, August 2025 GMT
হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (৩ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে বিএনপির প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান। এ সময় বিএনপির প্রতিনিধি দল তারেক রহমানের সালাম পৌছে দেন এবং তার চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
বিএনপি প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী-খান সোহেল এবং শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
বিএনপি প্রতিনিধি দলকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্বাগত জানান সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর ফখরুল ইসলাম। এ সময় তারা তারেক রহমান ও তার পাঠানো প্রতিনিধি দলের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শনিবার (২ আগস্ট) জামায়াতের আমীরের অপারেশন (৪টি বাইপাস সার্জারি) হয় এবং তা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। বর্তমানে ডা.
ঢাকা/নঈমুদ্দীন/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ক রহম ন ব এন প
এছাড়াও পড়ুন:
শিক্ষার্থীদের মানবিক শিক্ষায় উৎসাহিত করতে বন্দরের দুটি স্কুলে ডিসি
নারায়ণগঞ্জের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মানবিক শিক্ষায় উৎসাহিত করতে দুটি স্কুল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বন্দর উপজেলার ২১নং কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় ঘুরে দেখেন তিনি।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং পড়াশোনায় আরও আগ্রহী হওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক তার পরিদর্শনে শিক্ষকদের সঙ্গেও কথা বলেন। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মানবিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক-শিক্ষার্থী উভয়কেই জোর তাগিদ দেন। তিনি বলেন, শুধু ফলাফলমুখী শিক্ষা নয়, শিক্ষার্থীদের মাঝে মানবিকতার বিকাশ ঘটানোও সমান গুরুত্বপূর্ণ।
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ বিনোদন এবং মাদকমুক্ত রাখতে জেলা প্রশাসক খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট ব্যাট, বল, ব্যাডমিন্টন ও দাবাসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়ে জেলা প্রশাসক তাদের শারীরিক সুস্থতার খোঁজখবর নেন। তিনি শিশুদের মাঝে জুস ও কেক বিতরণ করেন।
জেলা প্রশাসক জানিয়েছেন, নারায়ণগঞ্জে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ফলাফলমুখী শিক্ষার বাইরে মানবিকতার বিকাশে তিনি বদ্ধপরিকর।