দুই হাজার বছরের পুরোনো বীজ থেকে চারা উৎপাদন
Published: 4th, August 2025 GMT
বিজ্ঞানীরা প্রায় দুই হাজারের বছরের পুরোনো প্রাচীন বীজ থেকে চারা গাছ জন্মাতে সক্ষম হয়েছেন। সেই চারা গাছ থেকে রীতিমতো গাছ বিকশিত হচ্ছে। বিজ্ঞানীদের তথ্যমতে, দুই হাজার বছর আগে ব্যবসায়ীরা জেরুজালেমে জুডিয়ার ধুলোময় রাস্তা ধরে ঝুড়িতে খেজুর টেনে নিয়ে যেতেন। সেই পথের গর্তে পড়ে থাকা খেজুর বীজ থেকে নতুন করে চারা উৎপাদন করে দক্ষিণ ইসরায়েলের আরাভা মরুভূমিতে খেজুর গাছ রোপণ করা হচ্ছে।
বর্তমানে প্রাচীন বীজের অঙ্কুরোদগমের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। উৎপাদিত গাছের জিনগত সূত্র দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া জুডিয়ান খেজুরগাছের জাতের সঙ্গে মিলে যাচ্ছে বলে বিজ্ঞানীরা মনে করছেন। জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারের বিজ্ঞানী সারাহ স্যালন ও আরাভা ইনস্টিটিউটের এলাইন সলোয়ে ২০০৫ সালে প্রথম প্রাচীন বীজ অঙ্কুরিত করার কাজ শুরু করেন। এসব বীজের নাম দেওয়া হয় মেথুসেলাহ।
মধ্যপ্রাচ্যের মাসাদা ও কাছাকাছি মরুভূমির গুহাতে প্রত্নতাত্ত্বিক খননের সময় এই বীজ পাওয়া যায়। শুষ্ক বাতাসের কারণে হাজার বছর ধরে খেজুর বীজ সুরক্ষিত ছিল। বীজ সংগ্রহের জন্য বিজ্ঞানীরা প্রথমে বিভিন্ন গর্তকে উষ্ণ জলে ভিজিয়ে রাখেন। তারপর জীবাণুমুক্ত মাটিতে রোপণের আগে পুষ্টি ও হরমোন দ্রবণে ভিজিয়ে নেন। কিছু বীজ আট সপ্তাহের মধ্যে অঙ্কুরিত হয়। আবার কিছু বীজ আরও সময় নেয়। সব বীজের খোসাকে কার্বন পরীক্ষার মাধ্যমে বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণে দেখা যায়, বিভিন্ন বীজ খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর পুরোনো। বীজ থেকে সবুজ অঙ্কুর আসার পর বিভিন্ন চারাকে একটি পৃথক গ্রিনহাউসে স্থানান্তরিত হয়। গ্রিনহাউসে মরুভূমির সূর্যালোক ও লবণাক্ত পানির প্রাচীন প্লাবনভূমির অবস্থার তৈরি করা হয়।
শুধু রেডিও কার্বনের ফলাফল নিয়ে বিতর্ক হতে পারে। এ জন্য বিজ্ঞানীরা ১০০টি আধুনিক খেজুর জাতের বীজের আকার ও আকৃতির সঙ্গে তুলনা করেছেন। মেথুসেলাহ বীজ থেকে প্রথম পাতা বের হলে মানুষের যত্নে অঙ্কুরিত হওয়া প্রাচীনতম বীজের খেতাব পায়। পাতা বড় হলে গবেষকেরা সম্পূর্ণ জিনোম তৈরি করতে ডিএনএ সিকোয়েন্স ব্যবহার করেন। বিজ্ঞানীরা এত পুরোনো বীজ থেকে আধুনিক সময়ে ফসলের খরা সহনশীলতা, রোগ প্রতিরোধক্ষমতার মতো বিষয়কে কাজের লাগানোর তথ্য জানতে কাজ করছেন। গবেষণার ফলাফল প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসে প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, জুডিয়ান খেজুরই একমাত্র প্রাচীন বীজ নয়, যা চাষ করা হয়েছে। ২০১২ সালে রাশিয়ান বিজ্ঞানীরা ৩২ হাজার বছর ধরে মাটিতে জমাট বাঁধা ফল থেকে একটি ফুল জন্মানোর পরীক্ষায় সাফল্য লাভ করেন। ১৯৯০ দশকে আমেরিকান উদ্ভিদবিজ্ঞানী জেন শেন মিলার একটি শুকনা চীনা হ্রদের তলদেশে প্রায় ১ হাজার ৩০০ বছরের পুরোনো পদ্মের বীজ অঙ্কুরিত করেছিলেন।
সূত্র: আর্থ ডটকম
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ জ র বছর
এছাড়াও পড়ুন:
দুদকের মামলায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কারাগারে
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রাজশাহীতে ফরিদুল ইসলাম খান নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ পরিদর্শককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৪ আগস্ট) দুপুরে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোসা. মুসরাত জেরিন এ আদেশ দেন।
ফরিদুল ইসলাম খান সবশেষ রাজশাহীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন। ইতোমধ্যে তিনি অবসরে গেছেন। বর্তমানে রাজশাহী নগরের বড়কুঠিপাড়া মহল্লায় বাস করেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সদর উপজেলার সুবর্ণগাতি গ্রামে।
দুদকের রাজশাহীর আইনজীবী বজলে তৌহিদ আল হাসান বাবলা জানান, ১ কোটি ৫৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৪ সালে ফরিদুল ইসলাম খানের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
আরো পড়ুন:
উপদেষ্টা আসিফের বাবাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, সকালে মিলল স্বামীর ঝুলন্ত মরদেহ
সোমবার মামলার ধার্য্য তারিখে ফরিদুল ইসলাম খান আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকা/কেয়া/বকুল