ফেনীতে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের এক বছর পূর্তি হলো আজ। গত বছরের ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে সাতজন আন্দোলনকারী নিহত হন। এর এক দিন পর ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের। সরকার পরিবর্তন হলেও গত এক বছরে ফেনীর মহিপালে ছাত্র-জনতা হত্যার মূল আসামিদের কেউই গ্রেপ্তার হননি। সেদিনের ঘটনায় দৈনিক পত্রিকাগুলোতে অস্ত্র হাতে ছবি ছাপা হয়েছে ও প্রত্যক্ষদর্শীরা গুলি চালাতে দেখেছেন এমন ৩০ জনের মধ্যে কেবল দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

অস্ত্রধারীদের পাশাপাশি ফেনীতে জুলাই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে নাম আসা সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরও কেউ গ্রেপ্তার হননি। এ ঘটনায় ব্যবহৃত দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ অবস্থায় সুষ্ঠু বিচার নিয়ে আশঙ্কায় রয়েছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা।

কী ঘটেছিল সেদিন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ আগস্ট সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় জড়ো হতে থাকে বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আন্দোলনকারীরা মহিপাল ফ্লাইওভারের নিচে জড়ো হয়ে স্লোগান দেন। একপর্যায়ে বেলা একটায় জোহরের আজান দিলে মহাসড়কে নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা।

বেলা একটার পর নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা আন্দোলনকারীদের ওপর মুহুর্মুহু গুলিবর্ষণ শুরু করেন। তাঁদের নির্বিচার গুলিবর্ষণে ঘটনাস্থলেই মারা যান শিক্ষার্থীসহ পাঁচজন। গুলিবিদ্ধ হন শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

ঘণ্টাব্যাপী হামলার পর অস্ত্রধারীরা পিছু হটেন। এরপর গুলিবিদ্ধ ব্যক্তিদের নিয়ে আসা হয় ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। এঁদের মধ্যে পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুলিবিদ্ধ অপর পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান আরও দুজন।

ফেনীর ১১ শহীদ

গত ৪ আগস্টের হামলায় ফেনীতেই মারা যান সাতজন। এ ছাড়া ফেনীর আরও চার বাসিন্দা ঢাকা ও চট্টগ্রামে আন্দোলনে যোগ দিয়ে নিহত হন। ফেনীতে গুলিতে নিহত সাতজন হলেন শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ শ্রাবণ, মো.

মাহবুবুল হাসান, মো. সারোয়ার জাহান, ওয়াকিল আহমেদ, ছাইদুল ইসলাম, জাকির হোসেন, অটোরিকশাচালক মো. সবুজ। এ ছাড়া ঢাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান মো. ইকরাম হোসেন কাউসার, মো. আবু বক্কর সিদ্দিক ও মো. আবদুল গনি। চট্টগ্রামের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুল ইসলাম। ফেনীতে নিহত সাতজনের স্বজনেরা থানায় সাতটি হত্যা মামলা করেছেন।

২২ মামলা দায়ের

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী সদর মডেল থানায় ২২টি মামলা হয়েছে। এর মধ্যে ৭টি হত্যা মামলা ও ১৫টি হত্যাচেষ্টার মামলা রয়েছে। এসব মামলায় এজাহারভুক্ত আসামি হয়েছেন ২ হাজার ১৯৯ জন ও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪ হাজার জনকে। উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিগত এক বছরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ও অজ্ঞাত মিলিয়ে সহস্রাধিক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গত ৪ আগস্টের হামলার ঘটনার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ১১ জন। তবে হামলার মূল পরিকল্পনাকারী ও বেশির ভাগ অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

৩০ অস্ত্রধারী

‘হাজারী-ঘনিষ্ঠ ৩০ জনের কাছে পিস্তল, রাইফেল ও শটগান ছিল’ শিরোনামে গত বছরের ২৭ সেপ্টেম্বর প্রকাশিত প্রথম আলোর এক অনুসন্ধানী প্রতিবেদনে ফেনীর অস্ত্রধারীদের নাম উঠে এসেছিল। প্রতিবেদন অনুযায়ী অস্ত্রধারীদের মধ্যে যুবলীগ নেতা লুৎফর রহমান, ছাত্রলীগ নেতা জিয়াউদ্দিন বাবলু, আওয়ামী লীগ নেতা আবদুর রউফ, হারুন মজুমদার, যুবলীগ নেতা দিদারুল কবিরসহ ৩০ জনের নাম উঠে এসেছিল। এঁদের মধ্যে কেবল নূর নবী মেম্বার ও যুবলীগ নেতা সম্রাট গ্রেপ্তার হয়েছেন। তাঁরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন। বাকিদের কেউই গ্রেপ্তার হননি। উদ্ধার হয়নি তাঁদের ব্যবহৃত অস্ত্রও।

জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা মামলাগুলোর মধ্যে কলেজ শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলার অভিযোগপত্র গত ৩১ জুলাই ফেনীর আদালতে দিয়েছে পুলিশ। ওই অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ ২২১ জনের নাম রয়েছে। হত্যা ও হত্যাচেষ্টায় দায়ের হওয়া অপরাপর মামলাগুলো দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে। এসব মামলায় বিগত এক বছর সহস্রাধিক আসামি গ্রেপ্তার হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অস্ত্রও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুনহাজারী–ঘনিষ্ঠ ৩০ জনের কাছে পিস্তল, রাইফেল ও শটগান ছিল ২৭ সেপ্টেম্বর ২০২৪

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হত য ক ণ ড র ৩০ জন র ৪ আগস ট এক বছর ত র কর আওয় ম স তজন

এছাড়াও পড়ুন:

নাইরোবিতে উইকিপিডিয়ার সম্মেলনে যাচ্ছেন ৫ বাংলাদেশি তরুণ

এ বছর উকিপিডিয়ানদের নিয়ে কেনিয়ার রাজধানী নাইরোবিতে উইকিম্যানিয়া ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। উইকিমিডিয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ও পূর্ণ স্কলারশিপে এ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন পাঁচ বাংলাদেশি উইকিপিডিয়ান।

প্রতি বছর বিশ্বজুড়ে নির্বাচিত উইকিমিডিয়ানদের নিয়ে নিজস্ব খরচে এ সম্মেলনের আয়োজন করে উইকিমিডিয়া ফাউন্ডেশন।

আগামী ৬ থেকে ৯ আগস্ট কেনিয়ার নাইরোবিতে বার্ষিক সম্মেলন ও উইকিম্যানিয়ার ২০তম বার্ষিকী অনুষ্ঠিত হবে। একইসঙ্গে একটি ভার্চুয়াল সংস্করণও থাকবে। এ সম্মেলনে যোগ দিতে পাঁচ বাংলাদেশি উইকিপিডিয়ান ইতোমধ্যে কেনিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন।

পাঁচ বাংলাদেশি উইকিপিডিয়ান হলেন, বগুড়ার মাসুম আল হাসান রকি, ময়মনসিংহের দোলন প্রভা, বরগুনার মুহাম্মদ ইয়াহিয়া, চাঁদপুরের দেলোয়ার হোসাইন ও আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি মো. জিল্লুর রহমান।

গত বছর অন্তত ১৪০ দেশের ২ হাজারের বেশি উইকিমিডিয়ান অংশ নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, এবার সেই সংখ্যা আরো বাড়বে। সম্মেলনের কনফারেন্স টিম উইকিপিডিয়ার নতুন প্রযুক্তি, ফিচার এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছে। অংশগ্রহণকারীরাও মতামত দিচ্ছেন সরাসরি।

এবারের সম্মেলনে বাংলাভাষী উইকিমিডিয়ানদের উদ্যোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে। তুলে ধরা হচ্ছে ‘বাংলা উইকিমৈত্রী’ ও ‘উইকি ভালোবাসে রমজান’ প্রকল্পের সাফল্য ও ভবিষ্যত পরিকল্পনা। এসব প্রকল্পে সম্মিলিতভাবে বাংলা উইকিপিডিয়াকে আরো তথ্যসমৃদ্ধ করা হয়েছে, তুলে ধরা হয়েছে রমজান মাসের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। ভবিষ্যতে আরো বেশি মানুষকে সম্পৃক্ত করে, এই উদ্যোগগুলোকে আরও বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া আঞ্চলিক সম্প্রদায় উইকিমিডিয়া বাংলাদেশের আঞ্চলিক কার্যক্রমের তথ্যচিত্রও উপস্থাপনের কথা রয়েছে।

উইকিপিডিয়া বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত বিশ্বকোষ, যেখানে ৩ শতাধিক ভাষায় সাড়ে ৬ কোটিরও বেশি নিবন্ধ। আর এই বিশাল ভাণ্ডার গড়ে তুলেছেন লাখো স্বেচ্ছাসেবী। বাংলাদেশের উইকিপিডিয়ানরাও দেশের সংস্কৃতি, ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরছেন বিশ্ব দরবারে। এতে দেশের সম্মান যেমন বাড়ছে, তেমনি তরুণ প্রজন্মের আগ্রহও বাড়ছে।

এবার উইকিম্যানিয়া ২০২৫-এ বৈচিত্র্য, নারীর অংশগ্রহণ ও ভাষাভিত্তিক অবদানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন শুরু করেছে ‘নোলেজ ইজ হিউম্যান, নোলেজ ইজ হার’ শীর্ষক ক্যাম্পেইন, যেখানে বিশ্বজুড়ে নারীর অবদান তুলে ধরা হচ্ছে। বিশেষভাবে গুরুত্ব পাচ্ছেন উন্নয়নশীল দেশের নারী উইকিপিডিয়ানরা। শুধু সম্পাদক নয়, ইভেন্ট, ওয়ার্কশপ বা ক্যাম্পেইনের মাধ্যমে অবদান রাখা সবাই এবার স্বীকৃতি পাচ্ছেন।

নাইরোবিতে উইকিম্যানিয়া ২০২৫-এর মূল প্রতিপাদ্য ‘বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন’। এখানে বাংলাদেশের প্রতিনিধিরা দেশের ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও নারীবিষয়ক তথ্যের ঘাটতি পূরণে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করবেন।

আরেকটি তথ্য হলো উইকিপিডিয়া এখন শুধু তথ্যভাণ্ডার নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রধান তথ্যসূত্রও। তাই সবার সহযোগিতায় উইকিপিডিয়াকে আরও নির্ভরযোগ্য ও বৈচিত্র্যময় করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ বিষয়ে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত প্রযুক্তিবিদ শাবাব মুস্তাফা জানান, উইকিম্যানিয়া হচ্ছে উইকিপিডিয়ান ও উইকিমিডিয়ানদের নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় একটি সম্মেলন। এতে বিশ্বের নানা প্রান্ত থেকে উইকিপিডিয়ানরা বিশ্বকোষে তাদের অবদান বিষয়ে নানা অভিজ্ঞতা ও আইডিয়া বিনিময় করেন।

তিনি জানান, প্রায় প্রতি বছরই এ সম্মেলনে বাংলাদেশ থেকে উইকিপিডিয়ানরা অংশ নিয়ে থাকেন। আমরা আশা করছি বাংলাদেশি উইকিপিডিয়ানরা সেখান থেকে হৃদ্য হয়ে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধিতে ভূমিকা রাখবেন।

ঢাকা/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ