কবি অহ নওরোজের নতুন কাব্য কাব্যগ্রন্থ সান্ধ্যসনেটসমূহের পাঠ উন্মোচন অনুষ্ঠান হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাজধানী ঢাকার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান ‘অভিযান পাবলিশার্স’। বইটির দাম রাখা হয়েছে ২০০ রুপি।

পাঠ উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন কবিতায় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন; কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও সমালোচক চঞ্চল আশরাফ, কবি ও চিত্রশিল্পী শামসেত তাবরেজী, লেখক ও অনুবাদক কবির চান্দ; সাংবাদিক ও প্রকাশক ষড়ৈশ্বর্য মুহম্মদ, অভিযান পাবলিশার্সের প্রকাশক মারুফ হোসেন, কবি জাহিদ সোহাগসহ প্রমুখ। 

অনুষ্ঠানের প্রথমেই তরুণ কবি নীলিমা নূর ‘সান্ধ্যসনেটসমূহ’ থেকে একটি কবিতা পাঠ করেন। এই পাঠের মধ্য দিয়েই বইটির আনুষ্ঠানিক পাঠ উন্মোচন হয়। 

সান্ধ্যসনেটসমূহ নিয়ে পরিচিতিমূলক বক্তব্য রাখেন জাহিদ সোহাগ। বক্তব্যে তিনি বলেন, “এই বইয়ে আমরা কেবল অমিত্রাক্ষর ও অক্ষরবৃত্ত দেখব। তবে প্রচলিত চারটি ছন্দই কেবল নয়, সংস্কৃত মন্দাক্রান্তা ও তোটক ছন্দ নিয়েও অহ নওরোজের চর্চা এবং পারদর্শিতা রয়েছে।’’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ষড়ৈশ্বর্য মুহম্মদ। কবির চান্দ অহ নওরোজের কবিতায় শব্দ ও ছন্দের ব্যবহার বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন। 

রেজাউদ্দিন স্টালিন তার বক্তব্যে বলেন, “নাম থেকেই বোঝা যায় বইটির সনেটের। অহ নওরোজ-এর মতো তরুণ কবিরা ছন্দ চর্চা করছেন; এটা বাংলা কবিতার জন্য ভালো লক্ষণ।”

কথা প্রসঙ্গে তিনি বলেন, “এখন বাংলাদেশে অনেক কিছুর সংস্কার চলছে। কিন্তু, সংস্কৃতির কোনো সংস্কার হচ্ছে না। আমাদের সংস্কৃতি অঙ্গনকেও সংস্কার করা প্রয়োজন।”

তিন পর্বের এই অনুষ্ঠানে প্রথম পর্বে পাঠ উন্মোচনের পর দ্বিতীয় পর্বে ছিল ‘এই সময়ের কবিতা রূপ-রুপান্তর‘ শিরোনামে কবিতাবিষয়ক আলোচনা পর্ব। এই পর্বে বাংলা কবিতা বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন চঞ্চল আশরাফ ও শামসেত তাবরেজী। শেষ পর্বে ছিল এই সময়ের প্রতিনিধিত্বশীল কবিদের কবিতা পাঠ। 

কবি অহ নওরোজের জন্ম যশোর জেলার অভয়নগরে। তিনি ঢাকায় সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ভাষাতত্ত্ব ও জার্মান সাহিত্য নিয়ে অধ্যয়নরত। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে অতিলৌকিক কবিতাসমূহ জার্মান-বাংলা দ্বিভাষিক, কম্বুরেখপদাবলি উল্লেখযোগ্য। তিনি ২০২১ সালে পেন বাংলাদেশ সাহিত্য পুরস্কার লাভ করেন।

ঢাকা/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন প রক শ

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ