বাংলাদেশের ব্যাপারে প্রতিবেদন তৈরি করছে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি
Published: 5th, August 2025 GMT
ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন শশী থারুর জানিয়েছেন, বাংলাদেশ নিয়ে কমিটির একাধিক বৈঠক হয়েছে। ৪ আগস্ট ওই বৈঠকে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সদস্যদের উত্থাপিত সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। মঙ্গলবার ইকোনোমিক টাইমস এ তথ্য জানিয়েছে।
থারুর ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বলেছেন, “আমরা বাংলাদেশ সম্পর্কে ৩-৪টি বৈঠক করেছি এবং এটিই ছিল শেষ বৈঠক যেখানে পররাষ্ট্র সচিব আমাদের একটি ব্রিফিং দিয়েছেন। এই ব্রিফিংয়ে, সদস্যদের সব প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। পররাষ্ট্র সচিব তাদের সবার উত্তর দিয়েছেন।”
তিনি জানান, কমিটি এখন তার প্রতিবেদন প্রস্তুত করবে, যা সংসদে উপস্থাপন করা হবে।
থারুর বলেন, “এর পরে একটি প্রতিবেদন লেখা, গ্রহণ করা এবং সংসদে উপস্থাপন করা আমাদের কাজ। তা করার আগে, আমরা কী সিদ্ধান্ত নেব, কী পরামর্শ দেব তা আমি বলতে পারছি না।”
সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) কর্মকর্তারা ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে প্রমাণ উপস্থাপন করেন। এজেন্ডায় ২০২৪-২৫ সালের জন্য মন্ত্রণালয়ের অনুদানের দাবি সম্পর্কিত পূর্ববর্তী প্রতিবেদনে দেওয়া সুপারিশের উপর সরকার গৃহীত পদক্ষেপের খসড়া প্রতিবেদনের পর্যালোচনাও অন্তর্ভুক্ত ছিল।
প্যানেলটি এর আগে ২৭ জুন বৈঠক করেছিল। সেখানে তারা ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যত’ বিষয়ের উপর বিশেষজ্ঞদের মতামত শুনেছিল। বৈঠকের পর, থারুর জানিয়েছিলেন, কমিটি ‘চারজন প্রথম শ্রেণীর বিশেষজ্ঞ’ এর অন্তর্দৃষ্টি থেকে উপকৃত হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতে প্রবেশকারী বাংলাদেশিদের সংখ্যা হ্রাস পেয়েছে।
তিনি বলেছেন, “আপনারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমাদের প্রতিবেদনটি দেখতে পাবেন.
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পরর ষ ট র আম দ র
এছাড়াও পড়ুন:
স্যামসনের ফিফটিতে ওমানকে ১৮৯ রানের টার্গেট দিল ভারত
এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ও নিয়মরক্ষার ম্যাচে ওমানের মুখোমুখি হয়েছে ভারত। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারত আগে ব্যাট করতে নামে। সঞ্জু স্যামসনের ফিফটিতে তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছে। জিততে ওমানকে করতে হবে ১৮৯ রান।
ভারতের মতো দল ওমানের বিপক্ষে ৮ উইকেট হারাবে সেটা কেউ ভাবেনি। ভারতের যে দশজন ব্যাটসম্যান মাঠে নেমেছিলেন তাদের পাঁচজন কেবল দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে স্যামসন ৪৫ বলে ৩টি চার ও সমান সংখ্যক ছক্কায় ৫৬ রান করেন।
আরো পড়ুন:
ছেচল্লিশে থেমে গেল অভিনেতার জীবন
প্রভাসের ‘কল্কি টু’ থেকে দীপিকা কেন বাদ পড়লেন?
উদ্বোধনী ব্যাটসম্যান মাত্র ১৫ বলে ৫টি চার ও ২ ছক্কায় করেন ৩৮ রান। তিলক ভার্মা ১৮ বলে ১টি চার ও ২ ছক্কায় করেন ২৯ রান। আর অক্ষর প্যাটেলের ব্যাট থেকে আসে ২৬ রান। যা তিনি করেন মাত্র ১৩ বলে ৩টি চার ও ১ ছক্কায়। হরশিত রানা ১ ছক্কায় করেন ১৩ রান। অতিরিক্ত খাত থেকে আসে আরও ১৩ রান।
বল হাতে শাহ ফয়সাল ৪ ওভারে ১ মেডেনসহ ২৩ রান দিয়ে ২টি উইকেট নেন। জিতেন রামানন্দি ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২টি উইকেট নেন। আর আমির কালিম ৩ ওভারে ৩১ রান দিয়ে ২টি উইকেট নেন।
ভারত আগেই সুপার ফোর নিশ্চিত করেছে। অন্যদিকে ওমান বিদায় নিয়েছে। এই ম্যাচটি তাই কেবলই আনুষ্ঠানিকতার।
ঢাকা/আমিনুল