জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন
Published: 5th, August 2025 GMT
অন্তর্বর্তী সরকার ঘোষিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে ‘৩৬ জুলাই উদযাপন’ অনুষ্ঠান চলছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড.
এতে আরো অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা, নিহতদের পরিবারের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
আরো পড়ুন:
রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাবে জুলাই গণঅভ্যুত্থান
জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা
জুলাই ঘোষণাপত্র পাঠ বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) বিভিন্ন গণমাধ্যম ও অনলাইনে সরাসরি সম্প্রচারিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গিত পরিবেশন করা হয়। এছাড়া শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ঢাকা/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সরক র অন ষ ঠ ন র সদস য ইসল ম ব এনপ
এছাড়াও পড়ুন:
৫ আগস্ট বন্ধ থাকবে পুঁজিবাজার
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) দেশের উভয় পুঁজিবাজার বন্ধ থাকবে। সোমবার (৩ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, গত ২ জুলাই সরকার এক প্রজ্ঞাপনে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে এবং এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী ছুটি ঘোষণা করতে পারে। পাশাপাশি পুঁজিবাজার, ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে বলে জানানো হয়।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট সকলেই অবগতির জন্য জানানো হচ্ছে যে, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অফিস মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বন্ধ থাকবে। এ বিষয়ে গত ২ জুলাই, ২০২৫ জারি করা মন্ত্রিসভা বিভাগের বিজ্ঞপ্তি মেনে চলা হবে। ফলে আগামীকাল মঙ্গলবার স্টক এক্সচেঞ্জে কোনো ধরনের লেনদেন হবে না।
আরো পড়ুন:
পাঁচ বিমার অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
এদিন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যক্রমও বন্ধ থাকবে। বুধবার (৬ আগস্ট) থেকে যথারীতি উভয় পুঁজিবাজারে লেনদেন চলবে।
ঢাকা/এনটি/রাজীব