নেত্রকোনার ধলাই নদে বালুবাহী বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ
Published: 5th, August 2025 GMT
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ধলাই নদে বালুবাহী একটি বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার সময় সঙ্গে থাকা অন্য এক শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আদর্শনগর বাজারের পাশে ধলাই নদে ওই বাল্কহেড ডুবে যায়। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ শ্রমিকদের সন্ধান মেলেনি।
নিখোঁজ দুই শ্রমিক হলেন জেলার পূর্বধলা উপজেলার দেবকান্দা গ্রামের মো.
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে পূর্বধলার জারিয়া এলাকায় কংস নদ থেকে বালুবাহী বাল্কহেডটি মোহনগঞ্জের আদর্শনগর এলাকায় যাচ্ছিল। আদর্শনগর বাজারের কাছাকাছি পৌঁছালে ধলাই নদের প্রবল স্রোতে সেটি তলিয়ে যায়। এ সময় নৌযানে থাকা জিয়াউর রহমান, মারুফ তালুকদার ও হক মিয়া পানিতে তলিয়ে যেতে থাকেন। হক মিয়া সাঁতরে তীরে উঠলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বাকি দুজন নিখোঁজ রয়েছেন। আজ সকাল থেকে ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। তবে ভারী বৃষ্টি ও প্রবল স্রোতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানান মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিখোঁজ দুজন শ্রমিকের এখনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নেত্রকোণার ধলাই নদীতে বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ধলাই নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। সোমবার (৪ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার ছেঁছরাখালী বাজারের পাশে ঘটনাটি ঘটে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তাদের দাবি, ভরী বৃষ্টি এবং নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
নিখোঁজ শ্রমিকরা হলেন- জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)।
আরো পড়ুন:
মানিকগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন, ৬০ কোটি টাকার ক্ষতি
টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান
মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানান, সোমবার রাতে পূর্বধলা থেকে বালুবাহী নৌ যানটি মোহনগঞ্জের ছেঁছরাখালী যাচ্ছিল। গন্তব্যের কাছাকাছি ধলাই নদীর প্রবল স্রোতে বাল্কহেডটি ডুবে যায়। নৌ যানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্য দুইজন নিখোঁজ রয়েছেন।
তিনি আরও জানান, আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেছে। ভারী বৃষ্টি ও নদীতে প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
ঢাকা/ইবাদ/মাসুদ