আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শামা ওবায়েদের
Published: 5th, August 2025 GMT
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ স্থানীয় বিএনপির নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আপনারা আজকের এই দিনে প্রতিজ্ঞা করুন, যেকোনো মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, এখনো আওয়ামী দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা বাংলাদেশকে একটি ষড়যন্ত্রের মুখে ফেলে দিতে চায়। বাংলাদেশের মাটিকে অস্থিতিশীল করতে চায়। এখন থেকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে মঙ্গলবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়কের পাশে একটি পথসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। সেখানে কথাগুলো বলেন বিএনপি নেত্রী।
শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগের আমলে আন্দোলন করতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতা–কর্মী খুন ও গুম হয়েছেন। অনেক মায়ের বুক ও বাবার কোল খালি হয়েছে। বিএনপির নেতা–কর্মীরা হাজার হাজার মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খেটেছেন। শেখ হাসিনার আয়নাঘর থেকে এখনো অনেক নেতা–কর্মী ফিরে আসতে পারেনি। এই বাংলাদেশের মাটিতে আয়নাঘর নামক কোনো বস্তু যেন আর সৃষ্টি না হয়।
জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, গত বছর জুলাই-আগস্টে শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের মারা হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই পরিবারগুলোর দিকে এখন তাকানো যায় না। তারা আজকে কাঁদছে। তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের স্বাধীনতার জন্য ও ফ্যাসিবাদমুক্ত করার লক্ষ্যে রাস্তায় নেমে এসেছিল, জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল।
পথসভায় সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার তারুণ্যের বিজয় যাত্রা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষ্যে ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার তারুণ্যের বিজয় যাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) শহরের প্রাণকেন্দ্রে খানপুর হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আবারও খানপুর হাসপাতাল মোড়ে এসে পদযাত্রাটি শেষ হয়।
ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি'র সভাপতিত্বে উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক - সুজন, নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল, দলিত নারী উন্নয়ন সংস্থা'র সভাপতি সনু রানী দাস, ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা মোহাম্মদ জারিফ অনন্ত, বুবলী যুব কল্যান সংস্থার সভাপতি বুবলী আক্তার, সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন তমা এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট কো-অর্ডিনেটর এবং সদস্যগণ।
পদযাত্রা শেষে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান মালিকানা এদেশের ছাত্র ও জনতা সবার। অভ্যুত্থানকালীন অনেক মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে গেছে, কিন্তু কোন প্রকার ক্রেডিটবাজি করার চেষ্টা করেনি।
কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণির মানুষ আজ জুলাই অভ্যুত্থানের একক কৃতিত্ব দাবি করে বসে আছে। কিন্তু এই অভ্যুত্থানের কোন একক স্টেকহোল্ডার নেই, এই অভ্যুত্থানের স্টেকহোল্ডার আপামর জনসাধারণ।
জনগণের অবদানকে অস্বীকার করার এই অপচেষ্টার জন্যই আমরা অভ্যুত্থান পরবর্তী কাঙ্ক্ষিত সাফল্য পাইনি, নতুন বাংলাদেশ গঠন করতে পারিনি।
আমাদের প্রত্যাশা থাকবে এদেশের রাজনৈতিক দলগুলোর সুবুদ্ধির উদয় হবে, তারা অভ্যুত্থানে জনগণের মালিকানাকে যোগ্য মূল্যায়ন করবে এবং জনগণও তাদের অভ্যুত্থানের ন্যায্য হিস্যা বুঝে নিবে এবং নতুন বাংলাদেশ বিনির্মানে অবদান রাখবে।