প্রথমবার ‘রোবোট্রনিকস ফেস্ট’ প্রযুক্তিপ্রেমী তরুণদের লড়াই
Published: 10th, August 2025 GMT
ছবি: দীপু মালাকার
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পোষা কুকুরে খেয়েছে পাসপোর্ট, প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াড়ের এ কী বিপদ
লিরয় কার্টারের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তটা প্রায় দুঃস্বপ্নে রূপ নিচ্ছিল। নিউজিল্যান্ডের জাতীয় রাগবি দল অল ব্ল্যাকসে ডাক পাওয়ার পর তিনি দেখেন—তাঁর পাসপোর্ট চিবিয়ে ফেলেছে পোষা কুকুর!
আর্জেন্টিনার বিপক্ষে রাগবি চ্যাম্পিয়নশিপের প্রথম দুই ম্যাচ খেলতে নিউজিল্যান্ড দল আজ শুক্রবার দেশ ছাড়বে। সেই সফরের দলে প্রথমবার জায়গা পেয়েছেন হ্যামিলটনভিত্তিক চিফসের ইউটিলিটি ব্যাক কার্টার। স্কট রবার্টসনের ঘোষিত দলে নতুন মুখ চারজন, তাঁদেরই একজন তিনি।
দলে ডাক পাওয়া ছিল কার্টারের জন্য বড় চমক। প্রস্তুতি নিতে গিয়েই বাধল যত ঝামেলা।
ঘটনার বিবরণ দিয়েছেন কার্টার নিজেই, ‘পাসপোর্টটা বের করে ছবি তুলে দলের ম্যানেজারকে পাঠালাম। এরপর সেটা রেখে দিই বিছানার পাশের টেবিলে। আমার পার্টনার তখন জিমে, আর বাসায় একাই ছিল আমাদের কুকুরটা। করিডর পেরিয়ে সে উঠে পড়ে বিছানায়, এরপর পাসপোর্ট আর দাঁতের অ্যালাইনার—দুটোই চিবিয়ে ছ্যাবড়া বানিয়ে দিয়েছে।’