স্বপ্ন কি দিনের বেলাতেও হানা দেয়? দেয়। না হলে অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক ব্যস্ত রাস্তায় এমন অবিশ্বাস্য মুহূর্তের জন্ম হবে কেন? বাংলাদেশের তরুণ অভিনেতা দিব্য জ্যোতি সেদিন নিজের ভাগ্যকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। কারণ, তাঁর সামনে দাঁড়িয়ে ছিলেন স্বয়ং বলিউড কিংবদন্তি আমির খান! শুধু দাঁড়িয়েই থাকেননি, বাংলাদেশের এই তরুণকে বুকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিয়েছেন, জানিয়েছেন শুভকামনা। সিডনি থেকে মুঠোফোনে যোগাযোগ করা হলে দিব্য উচ্ছ্বসিত কণ্ঠে গতকালের এই ঘটনার কথা বলছিলেন।

ঘটনাটি স্বপ্নের মতোই। মেলবোর্নের কলিন্স স্ট্রিট ধরে হাঁটছিলেন দিব্য। হঠাৎ দেখেন, রাস্তার এক পাশে কয়েকটি পুলিশের গাড়ি আর ভীষণ কড়াকড়ি। জনা ছয়েক দেহরক্ষীর বলয়ে দাঁড়িয়ে আছেন একজন। কৌতূহল নিয়ে এগিয়ে যেতেই দিব্যর বুকের ভেতরটা ধক করে উঠল, এ যে তাঁর স্বপ্নের নায়ক আমির খান! কিন্তু এত নিরাপত্তার মাঝে কথা বলা তো দূরের কথা, কাছে যাওয়াও তো সম্ভব নয়।

কিন্তু ভাগ্য সম্ভবত অন্য কিছুই লিখে রেখেছিল। ভিড়ের মধ্য থেকে কোনোভাবে আমির খানের চোখ পড়ে দিব্যর ওপর। তিনি ইশারায় দিব্যকে কাছে ডাকেন। দিব্যর ভাষ্যে, ‘হয়তো আমার চেহারাটা ওনার ছেলে জুনায়েদের মতো দেখতে মনে হয়েছে। আমরা তো উপমহাদেশের মানুষ কাছাকাছি চেহারার।’

আরও পড়ুনরাস্তায় হঠাৎ দেখা, দিব্যকে পিঠ চাপড়ে আদর দিলেন আমির খান২১ ঘণ্টা আগেদিব্য জ্যোতি ও তাঁর অভিনয়শিল্পী মা শাহনাজ খুশি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম র খ ন

এছাড়াও পড়ুন:

গতির প্রতিযোগিতায় নেমে পিকআপে ধাক্কা, প্রাণ গেল ২ বন্ধুর

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল নিয়ে গতির প্রতিযোগিতা করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বারোমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই তরুণ হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের মাহিন হোসেন (২০) ও মথুরাপুর গ্রামের সিয়াম হোসেন (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে অন্তত ১০টি মোটরসাইকেল নিয়ে বন্ধুরা মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিলেন। এ সময় মাহিন ও সিয়ামের মোটরসাইকেলটি বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত দুই তরুণের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ