৬ হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
Published: 19th, August 2025 GMT
আইন লঙ্ঘন ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ছয় হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এ কথা জানিয়েছে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এসব ভিসা বাতিলের অন্যতম কারণ ছিল হামলা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি ও ‘সন্ত্রাসবাদে সহায়তা’ করার মতো অভিযোগ। তবে ‘সন্ত্রাসবাদে সহায়তা’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট করে জানায়নি মার্কিন কর্তৃপক্ষ। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যাঁরা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁরা ইহুদিবিদ্বেষী আচরণ করেছেন।
ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপ অভিবাসন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিষয়ে তাদের কঠোর অবস্থানের অংশ। বাতিল হওয়া ছয় হাজার শিক্ষার্থীর ভিসার মধ্যে প্রায় চার হাজার ভিসা বাতিল হয়েছে আইন ভঙ্গের কারণে। আরও ২০০ থেকে ৩০০ ভিসা বাতিল হয়েছে ‘আইএনএ ৩বি’–এর আওতায় অর্থাৎ ‘সন্ত্রাসবাদী কার্যক্রমে’ সম্পৃক্ত থাকা বা সহায়তা করার অভিযোগে। ‘আইএনএ ৩বি’ আইনে ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ বলতে এমন সব কার্যকলাপ বোঝানো হয়েছে, যা মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপ বা যুক্তরাষ্ট্রের আইনের পরিপন্থী।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: কেন প্রত্যাখ্যাত হচ্ছে এফ-ওয়ান ভিসা, জেনে নিন কারণ ও সমাধান১৮ আগস্ট ২০২৫এর আগে চলতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা সাক্ষাৎকারের সময়সূচি স্থগিত করেছিল ট্রাম্প প্রশাসন। জুনে সাক্ষাৎকার আবার শুরু করার সময় অতিরিক্ত যাচাইয়ের জন্য আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ‘পাবলিক’ করে রাখার নির্দেশ দেওয়া হয়। আবেদনকারীর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পোস্টে ‘যুক্তরাষ্ট্রের নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা মৌলিক নীতির প্রতি বিদ্বেষের কোনো ইঙ্গিত আছে কি না’, এমন বিষয় যাচাই করতে এই নির্দেশনা দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঅস্ট্রেলিয়ার ভিসা: ইংরেজি ভাষা পরীক্ষার পরিবর্তন, পাঁচটির বদলে ৯ পরীক্ষার ফল গ্রহণ ১৭ আগস্ট ২০২৫এ বছরের মে মাসে মার্কিন কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, ‘জানুয়ারি থেকে কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। সর্বশেষ সংখ্যাটি আমি জানি না, তবে সম্ভবত আরও অনেক ভিসা বাতিল করতে হবে। যাঁরা অতিথি হিসেবে এখানে থাকছেন এবং আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ব্যাঘাত ঘটাচ্ছেন, তাঁদের ভিসা আমরা বাতিল করতে থাকব।’
বিরোধী পক্ষ ডেমোক্র্যাটরা রিপাবলিকান সরকারের এমন পদক্ষেপের সমালোচনা করে এটিকে ‘ন্যায্য প্রক্রিয়ার বিরুদ্ধে’ আক্রমণ হিসেবে বর্ণনা করে আসছেন।
‘ওপেন ডোরস’ সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ২১০টির বেশি দেশ থেকে ১১ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ভর্তি হয়েছিলেন।
আরও পড়ুননেদারল্যান্ডসে বিনা মূল্যে পড়াশোনা, আবেদন স্নাতকোত্তরে১৬ আগস্ট ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র ব ত ল কর
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত