আইন লঙ্ঘন ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ছয় হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এ কথা জানিয়েছে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এসব ভিসা বাতিলের অন্যতম কারণ ছিল হামলা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি ও ‘সন্ত্রাসবাদে সহায়তা’ করার মতো অভিযোগ। তবে ‘সন্ত্রাসবাদে সহায়তা’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট করে জানায়নি মার্কিন কর্তৃপক্ষ। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যাঁরা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁরা ইহুদিবিদ্বেষী আচরণ করেছেন।

ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপ অভিবাসন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিষয়ে তাদের কঠোর অবস্থানের অংশ। বাতিল হওয়া ছয় হাজার শিক্ষার্থীর ভিসার মধ্যে প্রায় চার হাজার ভিসা বাতিল হয়েছে আইন ভঙ্গের কারণে। আরও ২০০ থেকে ৩০০ ভিসা বাতিল হয়েছে ‘আইএনএ ৩বি’–এর আওতায় অর্থাৎ ‘সন্ত্রাসবাদী কার্যক্রমে’ সম্পৃক্ত থাকা বা সহায়তা করার অভিযোগে। ‘আইএনএ ৩বি’ আইনে ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ বলতে এমন সব কার্যকলাপ বোঝানো হয়েছে, যা মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপ বা যুক্তরাষ্ট্রের আইনের পরিপন্থী।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: কেন প্রত্যাখ্যাত হচ্ছে এফ-ওয়ান ভিসা, জেনে নিন কারণ ও সমাধান১৮ আগস্ট ২০২৫

এর আগে চলতি বছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা সাক্ষাৎকারের সময়সূচি স্থগিত করেছিল ট্রাম্প প্রশাসন। জুনে সাক্ষাৎকার আবার শুরু করার সময় অতিরিক্ত যাচাইয়ের জন্য আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ‘পাবলিক’ করে রাখার নির্দেশ দেওয়া হয়। আবেদনকারীর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পোস্টে ‘যুক্তরাষ্ট্রের নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা মৌলিক নীতির প্রতি বিদ্বেষের কোনো ইঙ্গিত আছে কি না’, এমন বিষয় যাচাই করতে এই নির্দেশনা দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঅস্ট্রেলিয়ার ভিসা: ইংরেজি ভাষা পরীক্ষার পরিবর্তন, পাঁচটির বদলে ৯ পরীক্ষার ফল গ্রহণ ১৭ আগস্ট ২০২৫

এ বছরের মে মাসে মার্কিন কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, ‘জানুয়ারি থেকে কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। সর্বশেষ সংখ্যাটি আমি জানি না, তবে সম্ভবত আরও অনেক ভিসা বাতিল করতে হবে। যাঁরা অতিথি হিসেবে এখানে থাকছেন এবং আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ব্যাঘাত ঘটাচ্ছেন, তাঁদের ভিসা আমরা বাতিল করতে থাকব।’

বিরোধী পক্ষ ডেমোক্র্যাটরা রিপাবলিকান সরকারের এমন পদক্ষেপের সমালোচনা করে এটিকে ‘ন্যায্য প্রক্রিয়ার বিরুদ্ধে’ আক্রমণ হিসেবে বর্ণনা করে আসছেন।

‘ওপেন ডোরস’ সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ২১০টির বেশি দেশ থেকে ১১ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ভর্তি হয়েছিলেন।

আরও পড়ুননেদারল্যান্ডসে বিনা মূল্যে পড়াশোনা, আবেদন স্নাতকোত্তরে১৬ আগস্ট ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র ব ত ল কর

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ