আর্থিক অনিয়মের অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদরাসার সুপার মো. সাইফুল ইসলামের বেতন-ভাতা (এমপিও) সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

গত ২৭ আগস্ট মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার সহকারী পরিচালক এবং এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব বুলবুল আহম্মেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরো পড়ুন:

বিকেল থেকেই ব্যাংকে লুকিয়ে ছিলেন যুবক

শ্যালকদের লাঠির আঘাতে ভগ্নিপতির মৃত্যু 

চিঠিতে বলা হয়, সরকারি বরাদ্দ সঠিকভাবে ব্যবহার না করা, আর্থিক অনিয়ম ও কর্মচারী নিয়োগে জটিলতা সৃষ্টির বিষয় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী মো.

সাইফুল ইসলামের বেতন-ভাতা (এমপিও) সাময়িকভাবে স্থগিত করা হলো।

কেন স্থায়ীভাবে এমপিও বন্ধ করা হবে না এ বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ লিখিত ব্যাখ্যা দিতে চিঠিতে বলা হয়েছে।

অধিদপ্তরের সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়ে সাইফুল ইসলাম বলেন, “নোটিশ পেয়েছি। নির্দেশনা মোতাবেক প্রয়োজনী নথিপত্র দাখিল করব।”

ঢাকা/নাঈম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ ম দর স এমপ ও

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪  

বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ  বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r

একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত  আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)। 
 

সম্পর্কিত নিবন্ধ