সাধারণ পরিষদের বৈঠকের আগে ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র
Published: 29th, August 2025 GMT
সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের আগে যুক্তরাষ্ট্র প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এবং প্যালেস্টাইন কর্তৃপক্ষের সদস্যদের ভিসা বাতিল করতে যাচ্ছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।
সেপ্টেম্বরের শেষের দিকের সমাবেশে ভাষণ দেওয়ার জন্য নিউ ইয়র্ক ভ্রমণের পরিকল্পনা করা ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকেও এই নিষেধাজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
জাতিসংঘে ফিলিস্তিনিদের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর সাংবাদিকদের জানিয়েছেন, তারা “মার্কিন পদক্ষেপের অর্থ কী এবং এটি আমাদের প্রতিনিধিদের ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য তা ঠিক কী তা পরীক্ষা করে দেখছেন এবং আমরা সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাব।”
ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের কার্যালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
অন্যান্য পশ্চিমা শক্তি ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির দিকে এগিয়ে যাওয়ার পরেও জুলাই মাসে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সদস্যদের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে , “আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে পিএলও এবং পিএ-কে তাদের প্রতিশ্রুতি মেনে না চলার জন্য এবং শান্তির সম্ভাবনাকে ক্ষুণ্ন করার জন্য জবাবদিহি করা উচিত।”
ইসরায়েলি-অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে সীমিত স্ব-শাসনের অধিকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন।
১৯৪৭ সালের জাতিসংঘের ‘সদর দপ্তর চুক্তি’ অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রকে সাধারণত নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘে বিদেশী কূটনীতিকদের প্রবেশাধিকার দিতে হয়। কিন্তু ওয়াশিংটন জানিয়েছে, নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং বৈদেশিক নীতির কারণে তারা ভিসা প্রত্যাখ্যান করতে পারে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।
আরো পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”
শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।
ঢাকা/রাহাত/রাসেল