ঝিনাইদহে নুরুর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের হামল
Published: 30th, August 2025 GMT
রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় দলটির বিক্ষোভ মিছিলে হামলা করেছে ছাত্রদল। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা শহরের শৈলকুপা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর হামলা হলে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা। মিছিলটি পাইলট স্কুলের সামনে থেকে বের হয়ে ব্রীজের উপর পৌঁছালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আল-আমিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনেরে নেতৃত্বে ১০ থেকে ১৫ জন মোটরসাইকেলে এসে হামলা করে।
এতে গণঅধিকার পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসানসহ ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাব্বিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
এ প্রসঙ্গে জানতে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিনের মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ‘‘বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় শাহজাহান নামে ছাত্রদলের একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শাহরিয়ার//
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল র শ লক প উপজ ল
এছাড়াও পড়ুন:
বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ
চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।