নেত্রকোনায় বিএনপির সভাপতি আনোয়ার, সম্পাদক হিলালী
Published: 31st, August 2025 GMT
দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন ড. রফিকুল ইসলাম হিলালী।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে মোক্তারপাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। পরে বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে গভীর রাতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন তিনি।
ফলে দেখা যায়, সভাপতি পদে ডা.
সাধারণ সম্পাদক পদে ড. রফিকুল ইসলাম হিলালী পান ৭৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি পান ৭২১ ভোট। অপর প্রার্থী এসএম মনিরুজ্জামান দুদু পান ১৮ ভোট।
জেলার ১০ উপজেলা ও ৫ পৌর কমিটির মোট ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর ভোটে অংশ নেন।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ২৫ অক্টোবর। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আশরাফ উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক হন ডা. আনোয়ারুল হক। পরবর্তীতে ২০১৯ সালে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। তখন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক হন ডা. আনোয়ারুল হক এবং সদস্য সচিব হন ড. রফিকুল ইসলাম হিলালী। আহ্বায়ক কমিটির অধীনে এত দিন জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
ঢাকা/ইবাদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ