নেত্রকোনায় বিএনপির সভাপতি আনোয়ার, সম্পাদক হিলালী
Published: 31st, August 2025 GMT
দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন ড. রফিকুল ইসলাম হিলালী।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে মোক্তারপাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। পরে বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে গভীর রাতে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন তিনি।
ফলে দেখা যায়, সভাপতি পদে ডা.
সাধারণ সম্পাদক পদে ড. রফিকুল ইসলাম হিলালী পান ৭৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি পান ৭২১ ভোট। অপর প্রার্থী এসএম মনিরুজ্জামান দুদু পান ১৮ ভোট।
জেলার ১০ উপজেলা ও ৫ পৌর কমিটির মোট ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর ভোটে অংশ নেন।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ২৫ অক্টোবর। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আশরাফ উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক হন ডা. আনোয়ারুল হক। পরবর্তীতে ২০১৯ সালে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। তখন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক হন ডা. আনোয়ারুল হক এবং সদস্য সচিব হন ড. রফিকুল ইসলাম হিলালী। আহ্বায়ক কমিটির অধীনে এত দিন জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
ঢাকা/ইবাদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫