কুড়িগ্রামে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, প্রতারক আটক
Published: 1st, September 2025 GMT
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ান (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
রবিবার (৩১ আগস্ট) বিকেলে তাকে আটক করা হয়। আমিনুল ইসলাম উপজেলার বোডের হাট এলাকার বাসিন্দা।
আরো পড়ুন:
খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থী উদ্ধার, আটক ২
কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সৃষ্ট সহিংস পরিস্থিতি প্রসঙ্গে আইএসপিআরের বক্তব্য
সেনাবাহিনী জানায়, গত ৪ জুন ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় আটককৃত প্রতারক মো.
এ ঘটনায় যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রশাসন বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। উক্ত মামলা থেকে অব্যহতি দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তদের কাছে সেনাবাহিনীর নাম ব্যবহার করে নগদ এক লাখ টাকা দাবি করেন। এর প্রেক্ষিতে আমিনুল ইসলামকে কুড়িগ্রাম সেনা ক্যাম্পে আসতে বলা হয়।
জিজ্ঞাসাবাদের সময় আমিনুল ইসলাম সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা দাবি করার বিষয়টি স্বীকার করেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে নাগেশ্বরী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর মো. শাহরিয়ার আহাদ আটকের সত্যতা স্বীকার করে জানান, অপকর্ম, দুর্নীতির বিরুদ্ধ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
ঢাকা/বাদশাহ/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আটক আম ন ল ইসল ম
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড