বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বন্দরে দোয়া
Published: 1st, September 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বন্দরে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বৃহত্তম অংশ নেতাকর্মীদের আয়োজনে বন্দর থানার সোনাকান্দাস্থ সাবেক কাউন্সিলর মুরাদের নিজ বাড়ীর মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল বলেন, তারেক রহমান বীরের বেশে দেশে আসবে।
যারা রাজপথে ছিল তিনি তাদেরকে অবশ্যই মুল্যায়ণ করবে। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে যারা কাজ করেছে তাদেরকে দেখতে পারবেন দল থেকে বহিষ্কার করা হবে।
জিয়াউর রহমান নিজের জীবনকে বাজী রেখে ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা করেন। অথচ ফেসিষ্ট সরকার তা অস্বীকার করে দেশের মানুষের সাথে বেইমানি করেছে।
তিনি আরো বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে যারা শহীদ ও আহত হয়েছেন তাঁদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা গোলাম নবী মুরাদের সভাপতিত্বে ও ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু। বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর সাবেক সহ সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির , ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা আলহাজ্ব হান্নান সরকার,২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা সুলতান আহম্মেদ, ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা এনায়েত হোসেন নারায়ণগঞ্জ মহানগর ও বন্দর থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিশেষ দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ সরক র
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে ছাত্রলীগ ৩০-৪০ জন নেতাকর্মী মশাল হাতে নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর দ্রুত জেলা যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং মিছিলটি প্রতিহত করেন।
পরে যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে ফাহিম আহম্মেদ (২৩), নিরব হোসেন (১৮), ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১) এবং আবিরসহ (১৫) মোট পাঁচজন কর্মীকে আটক করে পুলিশের কাছে দেয়।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার দ্রুত ঘটনাস্থলে যান এবং আটকদের হেফাজতে নেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি এবং একটি পিকআপভ্যানও জব্দ করে।
এ বিষয়ে ফতুল্লা থানার সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, মিছিল করার সময় ছাত্রলীগের ৫ জনকে আটকের পর তাদের থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বর্তমানে মামলার প্রস্তুতি চলছে।