ঝিনাইদহে ডোবার পানিতে শিশুর মৃত্যু
Published: 3rd, September 2025 GMT
ঝিনাইদহের মহেশপুরে ডোবার পানিতে ডুবে সীমান্ত দাস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার গাড়াবাড়িয়া গ্রামে মারা যায় সে। সীমান্ত একই গ্রামের মধু দাসের ছেলে।
আরো পড়ুন:
‘বরিশাল বিভাগে ২৭ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে’
শরীয়তপুরের পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
স্থানীয়রা জানায়, সীমান্ত বল নিয়ে বাড়ির পাশে খেলা করছিল। বলটি ডোবায় পড়ে গেলে সে সেটি তুলে আনতে যায়। এসময় সে ডোবায় পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানিতে সীমান্তকে ভাসতে দেখে উদ্ধার করেন। তারা তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সীমান্তকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, “পানিতে ডুবে শিশু মারা গেছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারকে বুঝে দেওয়া হয়েছে।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।