খুলনায় জাতীয় পার্টি অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জাতীয় পার্টির পক্ষ থেকে এ ঘটনার জন্য গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ডাকবাংলো মোড়ের জাতীয় পার্টির অফিসে হামলা হয়। 

আরো পড়ুন:

কক্সবাজারে উচ্ছেদ অভিযানে হামলায় পুলিশ আহত, আটক ৩

বাকৃবিতে ছাত্রদল-যুবদলের হামলার অভিযোগ, প্রতিবাদে রেললাইন অবরোধ

জাতীয় পার্টির খুলনা মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, “বিকেল সাড়ে ৫টার দিকে গণঅধিকার পরিষদের একটি মিছিল ডাকবাংলোস্থ মহানগর ও জেলা কার্যালয়ে হামলা চালায়। এ সময়ে আমাদের নেতাকর্মীরা কেউই কার্যালয়ে উপস্থিত ছিল না। হামলাকারীরা পরিকল্পিতভাবে সাইনবোর্ড, দরজা, জানালা, গ্রিল, চেয়ার ও টেবিল ভাঙচুর করে। পরে তারা পুনরায় এসে বাকি আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র কার্যালয়ের বাইরে নিয়ে আগুনে পুড়িয়ে দেয়। এ সময়ে দলের চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকাও দাহ করা হয়।” 

তিনি অভিযোগ করে বলেন, “পুলিশ ঘটনার সময় নিরব দর্শকের ভূমিকা পালন করে।” 

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক এস কে রাশেদ বলেন, “আমাদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করি। মিছিলটি ডাকবাংলো মোড়ে আসলে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময়ে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির নেতা জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ করা হয়। আমাদের দলীয় নেতাকর্মীরা লুটপাট করেনি। বিক্ষুদ্ধ জনতা ভাঙচুর বা লুটপাট করেছে কিনা তা আমার জানা নেই।” 

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “ঘটনার সময় পুলিশ সেখানে ছিল না।”

গত ৩০ আগস্ট গণঅধিকার পরিষদ খুলনায় জাতীয় পার্টি অফিসে হামলার চেষ্টা করেছিল। ভেতরে ঢুকতে না পেরে তারা সাইন বোর্ড ভেঙ্গে দেয়। 

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ ন ত কর ম

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ