ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারী ৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল, পটুয়াখালী জেলার বাউফল উপজেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো.

তানজিল হোসেন অভি, বাউফল থানার সূর্যমণি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান হাওলাদার, বাউফল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ.কে. এম খোরশেদ আলম, বংশাল থানা ৩২ নম্বর ওয়ার্ড আ. লীগের মো. দেলোয়ার হোসেন বাবলু, উত্তরা পূর্ব ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুইয়া, যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. কায়কোবাদ ওসমানী এবং  মুন্সিগঞ্জ লৌহজং থানার খিতিরপাড়া ইউনিয়ন আ. লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি দল। অন্যদিকে একই দিন সন্ধ্যায় ডিবি-মতিঝিল বিভাগের একটি দল সবুজবাগ থানার মানিকদি এলাকায় অভিযান পরিচালনা করে মো. তানজিল হোসেন অভিকে গ্রেপ্তার করে। 

এ ছাড়া একইদিন মানিকদি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আনিসুর রহমান হাওলাদারকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল। অন্যদিকে একই দিন রাতে পান্থপথ এলাকায় অভিযান পরিচালনা করে এ.কে.এম খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকা/এমআর//

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ