জনগণের ম্যান্ডেট ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য আর আসন ভাগাভাগির রাজনৈতিক খেলায় সিদ্ধিরগঞ্জকে একবার ৫ আসনে আরেক বার ৩ আসনে যুক্ত করায় প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো: সাগর মল্লিক। 

তিনি বলেন, সিদ্ধিরগঞ্জবাসী এই ধরণের নোংরা আসন ভাগাভাগির খেলা প্রত্যাখ্যান করেছেন। 

তিনি বলেন, টোকাইদের নিয়ে ছাত্র প্রতিনিধি বানিয়ে এর বৈধতা দিয়ে দিবেন, সিদ্ধিরগঞ্জ এর ছাত্র-জনতাকে এতোটা দুর্বল ভাববেন না। মনে রাখবেন সিদ্ধিরগঞ্জ এর ছাত্র-জনতা শামীম ওসমানকে খেলায় পরাজিত করেছে। আর আপনারা তো শামীম ওসমানের সাথেই পারেন নাই, আমাদের সাথে খেলায় পারবেন তো? নির্বাচন কমিশনের দল ভিত্তিক ম্যাপিং করা আসন বিন্যাস প্রত্যাখান না করলে সিদ্ধিরগঞ্জ হয়ে উঠবে মাদক এবং টোকাইদের আশ্রয়স্থল। আসন ট্যাম্পারিং করে কাউকে এমপি হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ১ থেকে ১০ টি ওয়ার্ডকে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সাথে অন্তর্ভুক্ত করা হয়। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও স দ ধ রগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ