আলো-আঁধারিতে ঘেরা একটি পোস্টার, তাতে লেখা ‘পরীমনি’। পোস্টারে দেখা যাচ্ছে একটি শিশু পেছন ফিরে তাকিয়ে আছে।  এই পোস্টার ঘিরে শুরু হয়েছে আলোচনা।

পোস্টারটি মূলত টলিউডের একটি সিনেমার। ‘পরীমনি’ সিনেমার পোস্টারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী লিখেছেন, ‘আপনারা কি পরীমনির জন্য তৈরি?’। তার এই পোস্টের পরই মন্তব্যের ঘরে অনেকে জানতে চান, ‘‘এটা কি ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনির বায়োপিক?’’

আদতে তা নয়। এই সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে। অতিপ্রাকৃতিক গল্পের আবহে সমাজের অন্তর্নিহিত কিছু বাস্তবতা তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রের নাম ‘পরি’। যে একজন কিশোরী।

এর আগের সংবাদ প্রতিদিনকে সিনেমাটি নিয়ে পরিচালক সৌভিক দে বলেন, ‘প্রথমে পরীমনি ছিল শুধুই একটি হরর কনসেপ্ট। পরে কাজ করতে করতে বুঝলাম, এটি শুধু ভয় নয়; বরং সমাজেরই প্রতিচ্ছবি। আমাদের দৈনন্দিন জীবনের নিচে অনেক সময় এমন সব ভয় লুকিয়ে থাকে, অনেক সময় আমরা বুঝতেও পারি না। আমরা চাই এই সিনেমার মাধ্যমে সেই অতিপ্রাকৃতিক আবরণ ভেদ করে সমাজের সত্যগুলো তুলে ধরতে।’

তনুশ্রী চক্রবর্তী সিনেমাটিতে ‘পরি’র মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া রয়েছেন রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, প্রজ্ঞা গোস্বামীসহ একঝাঁক শিল্পী। সিনেমাটি চলতি বছরের দেওয়ালি উৎসবে মুক্তি পাবে।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ