রপ্তানি মূল্য বৃদ্ধি, বরিশালে পান চাষিদের ৮ দফা দাবি
Published: 11th, September 2025 GMT
রপ্তানি মূল্য বৃদ্ধির কারণে বিদেশে পান রপ্তানি করতে পারছেন না দেশের চাষিরা। এরই ধারাবাহিকতায় দেশেও পানের বাজারে পানের মূল্যে ধস নেমেছে। নায্য মূল্য না পেয়ে বরিশালের ঋণগ্রস্ত পান চাষিরা হতাশ হয়ে পড়েছেন।
এসব সমস্যা দ্রুত সময়ের মধ্যে নিরসনের জন্য বুধবার (১০ সেপ্টেম্বর) আট দফা দাবিতে স্মারকলিপি পেশ করেছেন বাংলাদেশ পান চাষি সমিতির বরিশালের গৌরনদী উপজেলা কমিটি। গৌরনদী বাসস্ট্যান্ড ও উপজেলা চত্বরে সমাবেশটি করেন তারা।
উপজেলা আহ্বায়ক মনির হোসেন সরদারের সভাপতিত্বে সমাবেশে জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার বলেন, “পান চাষিরা লাখ লাখ টাকা এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে পান চাষ করছেন। বর্তমানে বাজারে পানের নায্যমূল্য না পেয়ে চাষিরা ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না।”
তিনি আরো বলেন, “পান রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় হঠাৎ করে পানের দাম একেবারেই কমে গেছে। স্থানীয় বাজারেও দাম পাচ্ছেন না কৃষক। এতে চাষের খরচই উঠছে না কৃষকের।”
জেলা সভাপতি অধ্যাপক জলিলুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পান রপ্তানি করে প্রতিবছরে গড়ে দুই থেকে তিনশ’ কোটি টাকা আয় হতো। অথচ ২০২৫
সালের ফেব্রুয়ারি মাস থেকে তা প্রায় বন্ধ হয়ে গেছে। বাণিজ্য মন্ত্রণালয়।”
শুল্ক বিভাগের অবাস্তব সিদ্ধান্তকে দায়ী করে তিনি বলেন, “২০২৩-২৪ অর্থবছরে যেখানে প্রতি কেজি পানের রপ্তানি মূল্য ছিল এক ডলার, সেখানে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে সেই পানের প্রতি কেজির রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ ডলার। ফলে বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে পান নিচ্ছেন না। এ কারণেই দেশে পানের বাজারে নায্যমূল্য পাচ্ছেন না চাষিরা।”
চাষিদের আট দফা দাবিগুলো হলো- পান রপ্তানি বৃদ্ধি করতে আরোপিত সকল বাধাসমূহ অতিদ্রুত অপসারণ করতে হবে; দূর্গত পান চাষিদের কাছ থেকে এনজিও ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে হবে; শুধুমাত্র পান চাষের ওপর নির্ভরশীল এমন গরিব চাষিদের সরকারি ত্রাণের আওতায় এনে তাদের পূর্ন রেশন দিতে হবে; পান রপ্তানিকারকদের সরকারি প্রণোদনার পাশাপাশি পান চাষিদেরও প্রণোদনা দিতে হবে; পান চাষের উপকরণ খৈল, সার, কীটনাশকসহ অন্যান্য জিনিসের দাম কমাতে হবে; পান গবেষণা কেন্দ্র স্থাপনা ও সংরক্ষণাগার করতে হবে; পান ভিত্তিক শিল্প স্থাপন করতে হবে; পান চাষিদের জন্য পান বীমা চালু করতে হবে এবং জাতীয় পান বোর্ড গঠন করতে হবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির জেলা কমিটির প্রচার সম্পাদক জাফর আহম্মেদ তালুকদার, পান চাষি সমিতির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক নিমাই মন্ডলসহ অন্যান্যরা।
ঢাকা/পলাশ/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে ১০ম গ্রেডভুক্ত ‘অফিসার (জেনারেল)’ পদের বাছাই পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২০০ জন। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়: আগামী ১৫ নভেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
পরীক্ষার স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে (৫ম তলা, এক্সাম হল-০২)।
লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা–১. প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
২. পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর, বই, কাগজ, মুঠোফোন, স্মার্টওয়াচ, সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, ক্রেডিট ও ডেবিট কার্ড, ক্রেডিট ও ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট, মানিব্যাগ বা ওয়ালেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে প্রার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
৪. পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫৫. পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৭ সেপ্টেম্বর দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে ৯ম থেকে ২০তম গ্রেডভুক্ত ২৩ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১১ অক্টোবর অফিসার (জেনারেল) পদের বাছাই পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এই পদে তিনজনকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫