সৈয়দপুরে দুটি অবৈধ কয়েল কারখানা উচ্ছেদ ও জরিমানা
Published: 16th, September 2025 GMT
নারায়ণগঞ্জ জেলার সৈয়দপুর এলাকায় অবৈধ কয়েল কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ।
অভিযানে দুটি অবৈধ কয়েল কারখানা উচ্ছেদ, গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ উভয় কারখানার মালিকদের ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তবে কোনো মামলা বা এফআইআর দায়ের করা হয়নি।
কারখানাগুলো হলো- ফকিরবাড়ি, সৈয়দপুর এলাকায় আল ওয়ালি কেমিক্যাল অ্যান্ড কনজিউমার লি.
এ সময় প্রায় ১০০ ফুট ৩/৪” ব্যাসের পাইপ, ৫০ ফুট হোজ পাইপ এবং একটি গ্যাস টানার মেশিন জব্দ করা হয়। এছাড়া কারখানাগুলোতে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল আবাসিক ডাবল বার্ণার ৩টি (মোট ৬৩ ঘনফুট/ঘন্টা)। ৩টি হিট চেম্বার (মোট ৮০০ ঘনফুট/ঘন্টা)।
সর্বমোট বিচ্ছিন্নকৃত লোড দাঁড়ায় ৮৬৩ ঘনফুট/ঘন্টা। এরফলে মাসে প্রায় ২ লাখ টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, টানা বৃষ্টিপাতের কারণে নির্ধারিত একাধিক স্পটে অভিযান পরিচালনা সম্ভব হয়নি বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।
মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব