নারায়ণগঞ্জ জেলার সৈয়দপুর এলাকায় অবৈধ কয়েল কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ।

অভিযানে দুটি অবৈধ কয়েল কারখানা উচ্ছেদ, গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ উভয় কারখানার মালিকদের ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। তবে কোনো মামলা বা এফআইআর দায়ের করা হয়নি।

কারখানাগুলো হলো- ফকিরবাড়ি, সৈয়দপুর এলাকায় আল ওয়ালি কেমিক্যাল অ্যান্ড কনজিউমার লি.

নামে দুই হিট চেম্বার বিশিষ্ট কয়েল কারখানা এবং  ফকিরবাড়ি, মাদ্রাসা রোড এলাকায় একটি হিট চেম্বার বিশিষ্ট অবৈধ লিলি ব্ল্যাক কয়েল কারখানা।

এ সময় প্রায় ১০০ ফুট ৩/৪” ব্যাসের পাইপ, ৫০ ফুট হোজ পাইপ এবং একটি গ্যাস টানার মেশিন জব্দ করা হয়। এছাড়া কারখানাগুলোতে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল আবাসিক ডাবল বার্ণার ৩টি (মোট ৬৩ ঘনফুট/ঘন্টা)। ৩টি হিট চেম্বার (মোট ৮০০ ঘনফুট/ঘন্টা)।

সর্বমোট বিচ্ছিন্নকৃত লোড দাঁড়ায় ৮৬৩ ঘনফুট/ঘন্টা। এরফলে মাসে প্রায় ২ লাখ টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, টানা বৃষ্টিপাতের কারণে নির্ধারিত একাধিক স্পটে অভিযান পরিচালনা সম্ভব হয়নি বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ