শেখ হাসিনার আরো দুই লকার ব্যাংক থেকে জব্দ
Published: 17th, September 2025 GMT
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান শাখা (সাবেক স্থানীয় কার্যালয়) থেকে লকার দুটি জব্দ করা হয়েছে।
সিআইসির মহাপরিচালক আহসান হাবীব জানিয়েছেন, অগ্রণী ব্যাংকের প্রধান শাখা থেকে লকার দুটি জব্দ করা হয়েছে। লকার জব্দ করতে সিআইসির একটি বিশেষ টিম কার্যক্রম পরিচালনা করেছে। জব্দ করা লকারগুলোর মধ্যে একটির নম্বর ৭৫৩, যার চাবি নম্বর ২০০। অপর লকারের নম্বর ৭৫১ ও চাবি নম্বর ১৯৬। লকার দুটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে খোলা হবে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের শাখা থেকে শেখ হাসিনার একটি লকার (১২৮ নম্বর) জব্দ করেছিল সিআইসি। লকারটির দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে আছে। এই লকার জব্দ করতেও সিআইসির একটি বিশেষ টিম কাজ করেছিল।
ঢাকা/নাজমুল/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে।
প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনপির প্রার্থীর তালিকা নিচে তুলে ধরা হলো–